Tuesday, October 7, 2025
spot_img
Homeদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ৬ হাজারে! বাংলায় আক্রান্ত কত?

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ৬ হাজারে! বাংলায় আক্রান্ত কত?

ওয়েব ডেস্ক: করোনার (Corona) কড়াল গ্রাসে ফের জেরবার হচ্ছে দেশের মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের (Affected) সংখ্যা। ভয় বাড়ছে জনমনে। আগেই দেশে করোনা আক্রান্তের (Covid-19) সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। আর এবার দেশে কোভিড আক্রান্তের (Covid-19) সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬১৩৩। অর্থাৎ ছয় হাজারের গন্ডি পার আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭৮ জন।

গোটা দেশে আক্রান্তের নিরিখে কেরল (Kerala) রয়েছে শীর্ষ তালিকায়। সেই রাজ্যে করোনায় আক্রান্ত মোট ১৯৫০ জন। তবে শুধু আক্রান্তের সংখ্যা নয়, জনমনে আতঙ্ক বাড়ছে মৃত্যুর সংখ্যা দেখেও। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে (Covid19) প্রাণ হারিয়েছেন ৬ জন। কেরলের (Kerala) পরই নাম রয়েছে গুজরাতের (Gujrat)। সে রাজ্যে আক্রান্ত মোট ৮২২ জন।

আরও পড়ুন: হৃদরোগ বিশেষজ্ঞের নাম ভাঁড়িয়ে চিকিৎসা! চাঞ্চল্য হরিয়ানার সরকারি হাসপাতালে

তৃতীয় স্থানে নাম রয়েছে বাংলার (West Bengal)। বাংলায় নতুন করে দুই শিশুর শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। বর্তমানে তাঁরা পিয়ারলেস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের বয়স মাত্র ৩ মাস এবং আরেক শিশুর বয়স ১ বছর। পশ্চিমবঙ্গে (West Bengal)আক্রান্তের সংখ্যা ৬২২ থেকে বেড়ে দাঁড়ালো ৬৯৩ জন। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে নতুন করে ৭১ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে।

তালিকায় নাম রয়েছে দিল্লি (Delhi), মহারাষ্ট্র (Maharastra), কর্নাটক (Karnatak), উত্তরপ্রদেশ (Uttarpradesh) ও তামিলনাড়ুর (Tamilnadu)। রাজধানী দিল্লিতে (Delhi) আক্রান্ত ৬৮৬ জন। মহারাষ্ট্রে (Maharastra) আক্রান্তের সংখ্যা ৫৯৫। কর্ণাটকের (Karnatak) খবর স্বস্তি ফেরাচ্ছে মনে। কারণ সে রাজ্যে ৪৪৪ থেকে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ালো ৩৬৬। যোগী রাজ্য উত্তরপ্রদেশে আক্রান্ত মোট ২১৯ জন। পাশাপাশি, তামিলনাড়ুর খবরও বেশ স্বস্তির কারণ সে রাজ্যে নতুন করে কারোর শরীরে ভাইরাসের হদিশ মেলেনি। আক্রান্তের সংখ্যা ১৯৪।

উল্লেখ্য, ২০১৯ সালের পর নতুন করে করোনার চোখ রাঙানিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। হু হু করে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে চরমে। তবে সরকার এ বিষয়ে যথেষ্ট সতর্ক। অযথা আতঙ্কের কারণ নেই বলে আশ্বাস মিলেছে সরকারের তরফে। এছাড়াও চিকিৎসকেরাও উদ্বেগ না ছড়িয়ে, সুস্থ থাকার একাধিক পরামর্শ দিচ্ছেন।

দেখুন অন্য খবর 

Read More

Latest News