‘তিতলি আসছে সরাসরি দেখা করতে’ জানালেন শুভশ্রী গাঙ্গুলি

0

ওয়েব ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর (Subhashree Ganguly) নতুন ছবি গৃহপ্রবেশ। গত ১৩ই জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। এরপরই জমজমাট ভিড় শুভশ্রী ভক্তদের। এবার দর্শকদের সঙ্গে সরাসরি তিতলি আসছে দেখা করতে, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানালেন অভিনেত্রী, কি বললেন তিনি, দেখুন

শুভশ্রীর নতুন ছবি গৃহ প্রবেশ। নববধূর নতুন জীবনের কাহিনী তুলে ধরতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি গৃহপ্রবেশ। গত ১৩ই জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। অফিসিয়াল ট্রিজার বেরোনোর পর থেকেই দর্শকরা শুভশ্রীর অসামান্য অভিনয়ের জন্য অপেক্ষায় ছিলেন। আর ছবি মুক্তির পরই দেখা গেল গৃহপ্রবেশ দেখতে জমজমাট ভিড় দশকদের। এবার ইনস্টাগ্রামে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলেন, গত দু সপ্তাহ ধরে গৃহ প্রবেশকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন , আপনাদের কাছে আমি এবং গৃহ প্রবেশের গোটা টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।

আরও পড়ুন : শ্রাবন্তীকে নিয়ে ছবি বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব!

সেখানে ছবিটি দেখতে আসা দর্শকেরা বলেন, সবটা মিলিয়ে মনে হচ্ছে যেন ঘরের একটা মেয়েকে দেখছি। শুভশ্রী বলেন, এবার পালা আপনাদের কাছে এসে ভালোবাসা গ্রহণ করার, অর্থ্যাৎ তিতিলি আসছে সরাসরি আপনাদের সঙ্গে দেখা করতে। ২৮ জুন, শনিবার নন্দন , সাউথ সিটি মল ও রুবিনায় থাকছে গোটা গৃহ প্রবেশের টিম । দেখা হচ্ছে সকলের সঙ্গে।

দেখুন অন্য খবর