Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরাউন্ডের সঙ্গে ভোট বাড়ছে, কালীগঞ্জে কতটা এগিয়ে তৃণমূল?

রাউন্ডের সঙ্গে ভোট বাড়ছে, কালীগঞ্জে কতটা এগিয়ে তৃণমূল?

কলকাতা: নবম রাউন্ডের শেষে ২০ হাজারের বেশি লিড তৃণমূলের (Kaliganj Bye-Election Results Live)। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেয়েছে ৪২ হাজার ৩৪৮ ভোট। বিজেপির ঝুলিতে ১৮ হাজার ৯৫ ভোট এবং কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১৫ হাজার ০৭ (Kaliganj Bye-Election 2025)।

সূত্রের খবর, রাউন্ডের পরে ১৩ হাজার ১৪৪ এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১১ হাজার ৯৮৭। উল্লেখযোগ্য ভাবে, ব্যাপক লিড পেয়েছে তৃণমূল। শাসক দলের প্রার্থী এখনও পর্যন্ত পেয়েছেন ৩২ হাজার ৩০৮ ভোট

আরও পড়ুন: কালীগঞ্জে বিরোধীদের কী অবস্থা?

সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র-সহ দেশের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হতে চলেছে। ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হয়৷ কালীগঞ্জ তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ।

কালীগঞ্জ তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। প্রথম রাউন্ড গণনার পর এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ ও তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী।

সোমবার ভোট গণনা ৷ এদিনও অশান্তি এড়াতে মরিয়া নির্বাচন কমিশন । সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। গণনা হবে মোট ২৩ রাউন্ড৷ গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বাইরে রয়েছেন সশস্ত্র পুলিশ কর্মীরা। দ্বিতীয় স্তরে মোতায়েন রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News