Thursday, August 28, 2025
HomeBig newsযুদ্ধ বিরতি লঙ্ঘন… একাধিক জায়গায় গোলাবর্ষণ পাকিস্তানের, কড়া জবাব দিচ্ছে ভারত

যুদ্ধ বিরতি লঙ্ঘন… একাধিক জায়গায় গোলাবর্ষণ পাকিস্তানের, কড়া জবাব দিচ্ছে ভারত

ওয়েবডেস্ক- ভারত  পাকিস্তানের (India Pakistan Conflict)  মধ্যে ক্রমশই যুদ্ধ তীব্র আকার ধারণ করছে। সবে মাত্র যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছিল আজ, অর্থাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বড় মুখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেন, যে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। সেইসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ ছিল পাকিস্তান বুঝে গেলে ভালো হয়। কিন্তু সমস্ত পরামর্শ উপেক্ষা করে যুদ্ধ বিরতি ঘোষণার তিন ঘণ্টার মধ্যেই নিজেদের খেল দেখাতে শুরু করে দিল নির্লজ্জ পাকিস্তান।

যুদ্ধ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান (Ceasefire violation Pakistan)।  আর সেই পাকিস্তানের পাশে প্রকাশ্যে সমর্থন জানাল চীন (China)।

শনিবার রাতে সেই জম্মু কাশ্মীর থেকে ভেসে এল পর গোলা বারুদের শব্দ। উধমপুরে ভারী গোলাগুলি শব্দ পাওয়া যায়। সাধারণ মানুষকে সজাগ করতে লাগাতার সাইরেন বাজতে থাকে।

আরও পড়ুন-জম্মুতে সক্রিয়তা বাড়ালো বায়ুসেনা

পঞ্জাবের অমৃতসর, ফিরোজপুর, পাঠানকোট, বাথিন্ডাতে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। সাধারণ মানুষের সতর্কতার জন্য এই ব্ল্যাক আউট বলে জানিয়েছে প্রশাসন।

অপরদিকে গুজরাটেও উদ্বেগ বাড়ছে। কচ্ছ জেলায় আকাশে একাধিক পাক ড্রোনের আনাগোনা। তার পরেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্পূর্ণ ব্ল্যাক আউট ঘোষণা করেন। মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। অযথা প্যানিক করতে বারণ করা হয়েছে।

দেখুন ভিডিও-

Read More

Latest News