Thursday, October 2, 2025
spot_img
HomeScrollজলন্ধরে কিভাবে পাক ড্রোন ধ্বংস করল ভারতীয় সেনা, দেখুন ভিডিও

জলন্ধরে কিভাবে পাক ড্রোন ধ্বংস করল ভারতীয় সেনা, দেখুন ভিডিও

ওয়েবডেস্ক- ভারতের (India) রুদ্ধশ্বাস আক্রমণের সামনে টিকতে পারছে না পাকিস্তান (Pakistan)। একের পর পাকিস্তানের আক্রমণকে প্রতিহত করছে ভারত। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে ইসলামাবাদ (Islamabad)। পাকিস্তানের বড় বড় শহরে মিসাইল হানা ভারতের। বিরাট অ্যাকশনে ভারতীয় নৌ বাহিনীও। পাকিস্তানের ড্রোন হামলার পালটা লাহোর ড্রোন হামলা (Drone Attack) চালিয়েছে ভারত।

জলন্ধরে (Jalandhar)  ২টি পাক ড্রোন ধ্বংস করল ভারত। পাকিস্তানের ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। একসঙ্গে অ্যাকশনে ভারতের স্থল, জল, বায়ুসেনা। সব হানার উপযুক্ত জবাব দেওয়া হবে, জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

আরও পড়ুন- ভারতের প্রত্যাঘাতে কেঁপে উঠল লাহোর, শিয়ালকোট, ইসলামাবাদ

ভারতের সেনার একের পর এক কৃতিত্ব। লাহোরে মিসাইল হামলা, আরব সাগরে আই এন এস বিক্রান্ত। পাকিস্তানের ৩ টি যুদ্ধ বিমান গুলি করে নামাল ভারতীয় সেনা। গ্রেফতার ১ পাক সেনা। রুদ্ধশ্বাস অভিযানে পাকিস্তানের ৬০ টি ড্রোন ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের ১২ টি শহরে হামলা চালালো ভারত। ভারতের আকাশে পাকিস্তানের যুদ্ধবিমানকে ধ্বংস করে দিল সেনা। করাচি বিমান বন্দরে ১২ টি বিস্ফোরণ ঘটিয়েছে ভারতীয় সেনা। করাচি শহর সম্পূর্ণ ব্ল্যাক আউট, কোনও মোবাইল নেট ওয়ার্কিং নেই।

দেখুন আরও খবর-

Read More

Latest News