Sunday, October 5, 2025
spot_img
Home“৬০০-র বেশি ড্রোন ধ্বংস,” পাক হামলা নিয়ে বিরাট তথ্য দিল BSF

“৬০০-র বেশি ড্রোন ধ্বংস,” পাক হামলা নিয়ে বিরাট তথ্য দিল BSF

ওয়েব ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর ভারতে একাধিকবার হামলা চালায় পাকিস্তান (Pakistan)। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া বাহিনী মোতায়েন করে আঘাত হানার চেষ্টা চালায় ইসলামাবাদ। তবে সেই সমস্ত হামলার প্রচেষ্টা কার্যত ব্যর্থ করে দেয় ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। শনিবার গান্ধীনগরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন বিএসএফ-এর (BSF) ইন্সপেক্টর জেনারেল অভিষেক পাঠক (IG Abhishek Pathak)।

জেনারেল পাঠক জানান, “অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়েছে। কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর যে তা একটিও সফলভাবে কার্যকর করতে পারেনি। ৬০০-র বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০টি গুজরাট সেক্টরে প্রবেশ করেছিল। তবে সৌভাগ্যবশত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।”

আরও পড়ুন: ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান? মেনে নিলেন সেনাপ্রধান!

এই সাংবাদিক সম্মেলনে অভিষেক পাঠক আরও বলেন, “ভারত বরাবরই শান্তির পক্ষপাতী। কিন্তু পাকিস্তান একপ্রকার যুদ্ধের মানসিকতা নিয়ে এগোচ্ছিল। অপারেশন সিঁদুরের পর গুজরাট সীমান্তে তারা প্রচুর ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক মোতায়েন করেছিল।” এই পরিস্থিতিতে বিএসএফ-এর ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন ছিল আমাদের ৮০০-রও বেশি মহিলা জওয়ান। তাঁরা যে সাহস, দৃঢ়তা ও পেশাদারিত্ব দেখিয়ে সীমান্তে দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। শত্রুপক্ষের চোখে চোখ রেখে তাঁরা যে লড়াই করেছেন, তা গোটা দেশের জন্য গর্বের।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাম জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ সাধারণ মানুষের। এই বর্বর হত্যাকাণ্ডের জবাবেই ৭ মে ভোররাতে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গিঘাঁটি একযোগে গুঁড়িয়ে দেওয়া হয়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News