Thursday, August 28, 2025
HomeJust Inকাল থেকে বাজারে আইফোন ১৬ই

কাল থেকে বাজারে আইফোন ১৬ই

ওয়েব ডেস্ক: আগামীকাল শুক্রবার থেকে আইফোন ১৬ (Iphone  বিক্রি শুরু হচ্ছে। কেন কিনবেন তার চারটি কারণ। কেন কিনবেন আইফোন ১৬ই? অ্যাপলের সাম্প্রতিকতম সম্ভারের বৈশিষ্ট্য জেনে নিন। আইফোন ১৬ সিরিজের এই ফোন না কি সব থেকে বাজেট বান্ধব। প্রি অর্ডার শেষ হচ্ছে আজ, বৃহস্পতিবার। আইফোন এসইথ্রিএসের পুরনো লুকের জায়গায় আইফোন ১৬ই নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছে।

১৬ইতে ডিসপ্লে রয়েছে। মোয়ট ৬.১ ইঞ্চি। ধুলো ও জল আটকাতে বিশেষ প্রতিরোধী ব্যবস্থা। কালো ও সাদা রঙে এই আইফোন পাওয়া যাচ্ছে। মোবাইলে ৮ জিবি ব়্যাম রয়েছে। প্রতিদিনের টাস্ক থেকে গেম হাতের কাছে সব পরিষেবা পাওয়া যাবে এই ফোন থেকে। একটানা ২৬ ঘণ্টা ভিডিও প্লে করা যাবে। অ্যাপলের এআই চালিত ফিচার রয়েছে ওই ফোন। এই ফোনে থাকছে অ্যাকশন বাটন। আইফোন ১৬ই শুরু হচ্ছে ৫৯ হাজার ৯০০ টাকা থেকে।

আরও পড়ুন:২৫০০ কোটি কিমি পাড়ি দিল নাসার ভয়েজার ১!

Read More

Latest News