কর্নাটক: কর্নাটকে (Karnataka) মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। ফলবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হল ১১ জনের। জানা গেছে, ট্রাকটি একটি ট্রিপারকে জায়গা দিতে দিতে রাস্তার একদম বাঁদিকে চলে আসে।
কোন ও গার্ডরেল না থানায় সেটি ৫০ ফুট নীচে একটি খাদে গিয়ে পড়ে। আহত হয়েছে ১২ জন। ট্রাকটিতে (Truck) মোট ৩০ জন ছিলেন।
বুধবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে গুলাপুরা গ্রামের কাছে ইয়ালাপুরা জাতীয় সড়কের কাছে( Yalapura Highway) । পুলিশ সূত্রে খবর, ফল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। বুধবার ভোর ৪ টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ‘দিল্লিকে ধ্বংস করতে দেব না’, ভোটের আগে ঝাঁঝ বাড়িয়ে বিজেপিকে নিশানা কেজরির
ঘটনায় শোকজ্ঞাপন করেছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka Chief Minister Siddaramaiah) । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরা কন্নড় জেলার ইয়াল্লাপুর এবং রাইচুর জেলার সিন্ধানুরে দুটি পৃথক দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারকে রাজ্য সরকার প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। ট্রাকটি সাভানুর থেকে ইয়েল্লাপুরার মেলায় ফল-সবজি বিক্রির জন্য যাচ্ছিল।
পুলিশ সুপার এম নারায়াণা জানিয়েছেন, “ভোর চারটের টার দিকে, ট্রাক চালক অন্য গাড়িকে সাইড দেওয়ার জন্য রাস্তার একদিম বাম দিকে চলে যায় এবং প্রায় ৫০মিটার গভীর খাদে পড়ে যায়। গাড়িটিকে বাধা দেওয়ার জন্য কোনও গার্ডরেল ছিল না। ঘটনায় আহত ২০ জন। আহতদের উদ্ধার করে হুব্বালির কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাইচুর জেলার সিন্ধানুরে একটি পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত ১০ জন।
দেখুন অন্য খবর-