নয়াদিল্লি: আগামীকাল থেকে দিল্লিতে (Delhi) শুরু হচ্ছে সুফি অনুষ্ঠান (Sufi ceremony) জাহান এ খুসরত (Jahan a Khusrat) । চলবে ২ মার্চ পর্যন্ত। আর সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) । এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এখানে আয়োজন করা হয়েছে তেহ বাজারের (Teh Bazaar) ।
আগে একটা একটা সময় ছিল যখন এই সুফি গান গেয়ে থাকতেন শুধুমাত্র ইসলাম ধর্মালম্বীরা (Muslim)। কিন্তু পরবর্তী সময় অনেক কিছু পাল্টেছে। এখন গানের মধ্যে কোনও ভেদাভেদ নেই। কিন্তু এখন সুফি গান হেরিটেজের মর্যাদা পেয়েছে। সুফি গানের সেই ঐতিহ্যের কথা মাথায় রেখে শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত হতে চলেছ্রে ২৫ তম সুফি অনুষ্ঠানের।
আরও পড়ুন: বিজেপিতে আসছেন কংগ্রেসের উপ-মুখ্যমন্ত্রী? দাক্ষিণাত্যে শুরু জল্পনা
দেশের সর্বধর্ম সংস্কৃতিই উদযাপন হবে রাজধানিতে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুটির শিল্পীরা তাদের হাতের কাজের শিল্পকলা নিয়ে আসবেন এখানে বিক্রির জন্য।
জাহান-এ-খুসরত অনুষ্ঠানের বিশেষ অতিথির তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদি। তবে তিনি ছাড়াও এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুফি অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার বলয়।
দেখুন অন্য খবর: