Friday, August 22, 2025
HomeScrollট্রাম্পকে পাশে বসিয়ে মোদি বললেন ভারত+আমেরিকা ২ নয়, ১১

ট্রাম্পকে পাশে বসিয়ে মোদি বললেন ভারত+আমেরিকা ২ নয়, ১১

ওয়েব ডেস্ক: এই মুহূর্তে বিদেশ সফরে প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারত এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে এল বাণিজ্য (Trade), প্রতিরক্ষা (Defence), অভিবাসনের (Immigration) মতো একাধিক বিষয়।

এদিন আলোচনার বেশিরভাগটাই হয়েছে বাণিজ্য নিয়ে। দুই দেশ একসঙ্গে ৫০০ বিলিয়ন ডলারের দ্বি-পাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা স্থির করেছে। ট্রাম্প এও জানিয়েছেন, ভারত আরও বেশি তেল এবং গ্যাস আমদানি করবে।

বাণিজ্য থেকে জেট চুক্তি, মোদি-ট্রাম্প সাক্ষাতের ফসল কী কী? – KolkataTV

নরেন্দ্র মোদি বলেন, ”রাষ্ট্র উন্নয়নের কথা এলে বারবার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ কথা মনে পড়ে। সব দেশ আমেরিকাকে দেখে প্রেরণা পায়। তেমনই ভারতের ১৪০ কোটি দেশবাসীর উন্নয়নের জন্য আমাদের আমেরিকার সঙ্গে এক জোট হওয়া জরুরি। কারণ ভারত ও আমেরিকার গণতন্ত্র বিশ্বের অন্যতম পুরোনো গণতন্ত্রের একটি। আমারা ১+১ =১১ নই। আমরা ১+১ = ১১। এই ১১-এর শক্তি বিশ্ব উন্নয়নে কাজে আসবে। আমরা একসঙ্গে নয়া দিক জয় করব।”

দেখুন আরও খবর:

 

Read More

Latest News