Thursday, August 28, 2025
HomeScrollকেন্দ্রকে বাড়ির কাজের লোকের অধিকার সুরক্ষায় আইন আনার সুপ্রিম সুপারিশ

কেন্দ্রকে বাড়ির কাজের লোকের অধিকার সুরক্ষায় আইন আনার সুপ্রিম সুপারিশ

নয়াদিল্লি: কেন্দ্রকে (Central Government) বাড়ির কাজের লোকের অধিকার (Rights of domestic workers) সুরক্ষায় আইন আনার প্রস্তাব সুপ্রিম কোর্টের (Supreme Court)।

শ্রম ও কর্মসংস্থান (Ministry of Labor and Employment) সহ সম্পর্কিত মন্ত্রকগুলিকে বিশেষজ্ঞ কমিটি গঠন করে বাড়ির কাজের লোকের অধিকার সুরক্ষায় আইন আনা সম্ভব কিনা তা বিবেচনা সেই বিষয়ে বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত।

ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার।

আরও পড়ুন:  যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা, মারাত্মক অভিযোগ কেজরি ও অতিশীর

বাড়ির কাজের লোকেরা আদতে অত্যন্ত জরুরি এক কর্মীবাহিনী হওয়া সত্ত্বেও সর্বভারতীয় ক্ষেত্রে তাদের অধিকার রক্ষার জন্য কোনও আইন নেই।

ফলে কর্মদাতা এবং এজেন্সিগুলি দ্বারা তাদের অন্যায়ভাবে ব্যবহার করার সুযোগ অত্যন্ত বেশি। একটি ফৌজদারি মামলার নিষ্পত্তি করতে গিয়ে অভিমত আদালতের।

দেখুন অন্য খবর:

Read More

Latest News