Wednesday, August 27, 2025
HomeScroll‘মোদির হৃদয়ে মধ্যবিত্ত’, বাজেটের পর বললেন অমিত শাহ

‘মোদির হৃদয়ে মধ্যবিত্ত’, বাজেটের পর বললেন অমিত শাহ

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) বিরাট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করছাড়ের (Tax Deduction) সুবিধা দেওয়া হবে দেশবাসীকে। তবে নতুন আয়কর ব্যবস্থার ক্ষেত্রেই এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। আর মোদি সরকারের (Modi Government) এই নতুন সিদ্ধান্ত নিয়ে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন তিনি বলেন, “মধ্যবিত্তরা সবসময়ই প্রধানমন্ত্রী মোদির হৃদয়ে থাকে।”

শনিবার সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের পর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অমিত শাহ। এই পোস্টে তিনি লেখেন, “মধ্যবিত্তরা সবসময়ই প্রধানমন্ত্রী মোদির হৃদয়ে থাকে।” এর পাশাপাশি তিনি এই পোস্টে লেখেন, “১২ লক্ষ টাতা আয় পর্যন্ত আয়কর শূন্য। প্রস্তাবিত কর অব্যাহত রেখে মধ্যবিত্তের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করা হল। সকল সুবিধাভোগীদের অভিনন্দন।”

আরও পড়ুন: আয়কর লাগবে না ১২ লক্ষ টাকা পর্যন্ত, বিরাট ঘোষণা নির্মলার

প্রসঙ্গত, নতুন ঘোষণা মোতাবেক, বছরে ২৪ লক্ষের বেশি আয়ে ৩০% কর দিতে হবে। তবে ৪ পর্যন্ত আয় করমুক্ত থাকছে। ৮-১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১৬-২০ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ, ২০-২৫ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ, ২৫ লক্ষ টাকা উপরে ২০ শতাংশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News