Friday, September 5, 2025
HomeScrollমহালয়ার আগে পিতৃপক্ষে গজকেশরী যোগ, তিন রাশির উন্নতি

মহালয়ার আগে পিতৃপক্ষে গজকেশরী যোগ, তিন রাশির উন্নতি

গজকেশরী যোগ প্রধানত বৃহস্পতি এবং চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে গঠিত হয়

গজকেশরী যোগ (Gajakesari Yoga)। মহালয়া (Mahalaya) ও দুর্গাপুজোর (Durga Puja) আগে ২০২৫ সালে এই যোগ তৈরি হচ্ছে। এই গজকেশরী যোগ তিনটি রাশির জীবনে শুভ ফল নিয়ে আসবে। ১৪ সেপ্টেম্বর ২০২৫ মিথুন রাশিতে (Zodiac Sign)  চন্দ্র প্রবেশ করবেন। গজকেশরী যোগ প্রধানত বৃহস্পতি এবং চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে গঠিত হয়।

বৃষ

ব্যবসায় লাভ, ব্যবসা বাড়বে। হঠাৎ করে ধনপ্রাপ্তির যোগ। সম্পত্তি বাড়বে। কোনও দূর দেশের ভ্রমণে সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, আয় বাড়বে। দাম্পত্য জীবন আরও মধুর হবে। আপনি জীবনে পজিটিভ ভাবে ভাবতে শিখবেন। কাজে উদ্দীপনা আসবে।  যারা নতুন চাকরি খুঁজছেন তাদের এবার সেই প্রত্যাশা পূরণ হবে। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশযাত্রা করার সম্ভাবনা।

সিংহ

কর্মক্ষেত্রে প্রশংসা। আয় বাড়বে আর পদোন্নতি, থমকে যাওয়া কাজগুলি দ্রুত হয়ে যাবে। বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত লাভের সুযোগ হবে। আত্মবিশ্বাস বাড়বে । এই রাজযোগ আপনার রাশিতে আয়ের স্থানে প্রভাব ফেলবে। ব্যাঙ্কে মূলধন বাড়বে। শিক্ষার্থীদের সময় ভালো সময় আসবে। নতুন প্রেমের সঞ্চার।

 

কন্যা

এই সময় আপনার জীবনে শুভ সময় নিয়ে আসবে। বিভিন্ন ক্ষেত্রে অনেক সুযোগ তৈরি হবে। তার মধ্যে হচ্ছে কর্মক্ষেত্রে সুসময় আসছে। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি। যারা নয়া চাকরির খোঁজ করছেন তাদের জীবনে নয়া চাকরির যোগ। সাংবাদিক, লেখালেখির জগতে আছেন, মিডিয়া, কনটেন্ট রাইটার ভালো সময় আসছে। বিদেশ যাত্রা হতে পারে। বিবাহিত জীবন আরও মধুর হবে। গুরুজনের আশীর্বাদ পাবেন।

 

আরও পড়ুন- বছরের শেষ সূর্যগ্রহণ সেপ্টেম্বরেই, ঝুঁকিতে এই তিন রাশি

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News