শুরু হয়েছে ২০২৬ (2026)। নতুন বছরে নতুন স্বপ্ন। এই বছরের শুরুতে গ্রহ ও নক্ষত্রের গতিতে বিরাট পরিবর্তন ঘটবে। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে ২০২৬ সালে চারটি বড় শুভ যোগ ও রাজযোগ (Rajyog) একত্রিত হবে। এই যোগগুলির মধ্যে রয়েছে গজকেশরী যোগ, বুধাদিত্যা রাজযোগ, মালব্য রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ। এই যোগ একজন ব্যক্তির কেরিয়ার, সম্পদ, পারিবারিক জীবন, ধন-সম্পত্তির উপরে প্রভাব ফেলবে। উপকৃত হবে এই তিন রাশি-
বৃষ রাশি- ২০২৬ সাল বৃষ রাশির জন্য সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসবে। মালব্য রাজযোগ ও শুক্রের সংমিশ্রণে ধন সম্পদ বাড়বে, আরাম আয়েশ-সুখ ভোগ করবে এই রাশির জাতক-জাতিকারা। এটি শ্রমিক শ্রেণির জন্য ভালো সময়। কর্মক্ষেত্রে ও ব্যবসায়ের লাভের মুখ দেখতে পারবে। আর্থিক অবস্থার উন্নতি। পরিবারে সুখ শান্তি ফিরে আসবে।
আরও পড়ুন- বছর পড়তেই এই তিন রাশির উন্নতির যোগ
মিথুন রাশি- এই রাশির জাতক-জাতিকাদের উপর বুধাদিত্য রাজযোগ ও গজকেশরী যোগের প্রভাব পড়বে। কর্মজীবনের উন্নতি, নাম, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। এছাড়াও যে কাজগুলি আটকে ছিল, সেগুলি নির্দিষ্ট সময় সম্পন্ন করতে পারবেন। সমাজে সম্মান বাড়বে। আর্থিক অবস্থার আগের চেয়ে উন্নতি হবে। আত্মবিশ্বাস বাড়বে। মানসিক শান্তি আসবে জীবনে।
তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটা ভালো সময় নিয়ে আসছে। এই সময়কালে বুদ্ধির বিকাশ ঘটবে, অনেক কাজই উপস্থিত বুদ্ধির জেরে আপনি সমাধান করতে পারবে। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভের যোগ। চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসবে। যারা সংবাদমাধ্যমের পেশায় আছেন, তাদের কর্মজগতে নিজের জমি শক্ত করতে পারবেন।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







