হরিণঘাটা: একটি সত্যিই অদ্ভুত এবং রোমাঞ্চকর গ্রেফতারের সাক্ষী হল নামখানা-কাকদ্বীপ (Namkhana-Kakdwip) উপকূল। ২০২৪ সাল থেকে পকসো মামলার এক অভিযুক্তকে খুঁজছিল রানাঘাট পুলিশ জেলার কর্মকর্তারা। বারবার আস্তানা বদল করে এবং ছদ্মবেশের আশ্রয় নিয়ে এতদিন গ্রেফতার এড়িয়ে গিয়েছিল সে।
সূত্রের খবর ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে সম্প্রতি জানা যায়, অভিযুক্ত নামখানা-কাকদ্বীপ এলাকায় লুকিয়ে রয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অভিযুক্ত নিজেকে জেলে সেজে ৭ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসমান একটি মাছ ধরার নৌকায় আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: পুজোর মুখে বোনাসের দাবিতে ডুয়ার্সের চা বাগানে শ্রমিক আন্দোলন
তাকে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ পুলিশ দল ছদ্মবেশে জেলে রূপে সমুদ্রে নামে। স্থানীয় এক নৌকায় উঠে সমুদ্রপথে প্রায় ১০ কিলোমিটার অতিক্রম করে তারা পৌঁছে যায় অভিযুক্তের লুকোনো মাছ ধরার নৌকায়। সেখানেই তাকে চিহ্নিত করার সঙ্গে সঙ্গেই ঝটপট গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তের এহেন লুকোচুরি শেষ হলেও পুলিশের এই অভিযান এখন চর্চার বিষয়। তদন্তকারী কর্মকর্তাদের নিষ্ঠা, চতুরতা ও পেশাদারিত্বই এই অসম্ভবকে সম্ভব করেছে বলে জানিয়েছেন জেলার ঊর্ধ্বতন কর্তারা।
দেখুন আরও খবর: