Friday, January 16, 2026
HomeScrollঅনিকেত মাহাতোর ডাকে CGO কমপ্লেক্স যাব না,  সাফ জবাব অভয়ার বাবা-মায়ের
Aniket Mahato

অনিকেত মাহাতোর ডাকে CGO কমপ্লেক্স যাব না,  সাফ জবাব অভয়ার বাবা-মায়ের

কৃষ্ণনগরে তৈরি হচ্ছে অভয়া হাসপাতাল, খুশি নির্যাতিতার বাবা-মা

ওয়েবডেস্ক-  অনিকেত মাহাতোর (Aniket Mahato) ডাকে CGO কমপ্লেক্স যাব না, সাফ জবাব অভয়ার বাবা-মায়ের (Abhaya’s Parents) । অনিকেত মাহাতোকে নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার মেয়ের নামে হাসপাতাল তৈরি নিয়ে খুশি তাঁরা। কৃষ্ণনগরে তৈরি হবে অভয়া হাসপাতাল, পানিহাটিতে সাংবাদিকদের এই কথা জানালেন অভয়ার বাবা-মা।  কৃষ্ণনগরে (Krishnanagar) তৈরি হচ্ছে অভয়া হাসপাতাল (Abhaya Hospital) 

কৃষ্ণনগরের এক নির্দল কাউন্সিলার অসিত সাহা তিনি জমি দান করছেন। পাশে আছেন মাজদিয়ার এক ব্যক্তি স্বপন ভৌমিক। যেখানে এই হাসপাতাল তৈরি হবে সেখানে হাসপাতালের জন্য ঘর তৈরি আছে। আর যা লাগবে তা সাধারণ মানুষের ডোনেশনে তৈরি হবে। সম্পূর্ণ বিনামুল্যে এটি হবে না। সামান্য টাকার বিনিময়ে এই চিকিৎসা পরিষবা পাবে সাধারণ মানুষ। আর এই ব্যাপারে ডাক্তারদের সঙ্গে তাদের কথাও হয়েছে,  এমনটাই জানিয়েছেন অভয়ার মা, বাবা।

সেইসঙ্গে তাঁরা জানিয়েছেন, অনিকেত মাহাতোকে আর মেয়ের সহানুভুতি নিয়ে সুযোগ দিতে চান না।

আরও পড়ুন-  শিল্পায়নে বাধা দেওয়া সিঙ্গুরে কী শোনাবেন প্রধানমন্ত্রী?

অনিকেত মাহাতোর ডাকে CGO কমপ্লেক্স যাব না!! সাফ জবাব তিলোত্তমার বাবা-মায়ের। অনিকেত আমদের মেয়ের সহনুভুতিকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চাইছে। আমরা ঠিক করব CGO  অফিসে কবে যাব।

অনিকেত মাহাতোকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিলোত্তমার বাবা-মা। কৃষ্ণনগরে মেয়ের নামে হাসপাতাল হওয়ায় খুশি তিলোত্তমার বাবা-মা।  সব চিকিৎসকদের অনুরোধ করবেন এই হাসপাতাল জন্য সহযোগিতার জন্য।

Read More

Latest News