Sunday, August 24, 2025
HomeJust Inফের প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা

ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা

নয়াদিল্লি: প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) জটিলতা। সুপ্রিম কোর্টে (Supreme Court) ওবিসি বা অনগ্রসর শ্রেণি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকার ফলে রাজ্যের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে ওবিসি সংক্রান্ত শূন্যপদ পাওয়া যাচ্ছে না। সেই কারণে নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। বিজ্ঞপ্তি দিয়ে  জানাল পর্ষদ। বিজ্ঞপ্তিতে পর্ষদ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট দফতর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের সচিব এই বিজ্ঞপ্তি দিয়েছেন।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News