Tuesday, November 11, 2025
HomeScrollযত কাণ্ড SIR ঘিরে! ভোটার তালিকায় দু’বার নাম বিজেপি সদস্যের
SIR

যত কাণ্ড SIR ঘিরে! ভোটার তালিকায় দু’বার নাম বিজেপি সদস্যের

SIR এ একটি নাম বাতিল হয়ে যাবে, সাফাই বিজেপি সদস্যের

ওয়েবডেস্ক-  জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড (Voter Card)। আবার নিজের পিতা দিয়ে আরেকটি ভোটার কার্ড। বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যের (BJP Gram Panchayat member)। একই ব্যক্তি দুবার ভোটার লিস্টের নাম ও ভোটার কার্ড দুটি, এলাকায় চাঞ্চল্য। গোপাল বাইরে, কালনা দু’নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের সাসপুর এলাকার বিজেপি সদস্য, একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বাইরেকে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন। পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বাইরের নাম দিয়ে।

গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তার এই দুটি ভোটার কার্ড ছিল, এখন ভোটার তালিকাতে দুটি নাম থাকায়, উঠছে প্রশ্ন কি করে জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবা নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড সম্ভব হল । এ বিষয়ে গোপাল বাইরের সাফাই তিনি SIR এ একটি নাম বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন-  প্রতি ৪ জনে ১ জনের দরজায় এখনও পৌঁছায়নি BLO’, আজই শেষ দিন—উদ্বেগ ভোটারদের মধ্যে

তিনি আরও জানান, তখন নির্বাচন কমিশনারের সাইট বন্ধ হয়ে গেছিল সংশোধনের ক্ষেত্রে।  অবশ্যই এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল জানান, বিষয়টি বিডিওকে জানানো হবে ।

একই ব্যক্তির নামে দুটি ভোটার কার্ড এসআইয়ের ফ্রম বিলির সময় সাতগেছিয়া পঞ্চায়েতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News