Friday, August 29, 2025
HomeScrollবেঙ্গালুরুতে উদ্ধার এক ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ!

বেঙ্গালুরুতে উদ্ধার এক ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ!

ঘর থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারের দেহ

ওয়েব ডেস্ক: ঘর থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারের দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য তাদের মেয়ের উপর চাপ সৃষ্টি করা হতো। এমনকি গায়ের রং নিয়েও অত্য়াচার (Suicide) করা হতো। সেই কারণেই আত্মহত্যা করেছে তাদের মেয়ে। ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পা। গত মঙ্গলবার তার দেহ দক্ষিণ বেঙ্গালুরুর (Bengaluru) সুদ্দাগুন্তেপাল্যায়ে বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনায় স্বামী প্রবীণ ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, বিয়ের সময় ১৫ লক্ষ টাকা ও ১৫০ গ্রাম সোনা দেওয়া হয়েছিল । কিন্তু অভিযোগ, এর পরেও আরও টাকা ও অন্য়ান্য জিনিস চেয়ে শিল্পার উপর চাপ সৃষ্টি করা হতো। আর তা সহ্য না করতে পেরেই আত্মহত্যার পথ তাদের মেয়ে বেছে নিয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের।

আরও খবর :

পুলিশ সূত্রে খবর, শিল্পা ছিলেন একজন ইঞ্জিনিয়ার। প্রবীণের সঙ্গে আড়াই বছর আগে তার বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি সন্তানও রয়েছে। শিল্পা ও তার স্বামী ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইনফোসিসে কাজ করতেন শিল্পা এবং তাঁর স্বামী কাজ করতেন ওরাক্যাল সংস্থায়। তবে বিয়ের পর কাজ ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন প্রবীণ। মৃতার পরিবারের অভিযোগ, এই ব্যবসা করার জন্য শিল্পার কাছ থেকে ৫ লক্ষ টাকা চেয়েছিলেন প্রবীণের বাড়ির সদস্যরা।

সেই টাকা দেওয়ার পরেও শিল্পার ওপর অত্য়াচার কমেনি বলে অভিযোগ পরিবারের। এমনকি গায়ের রং নিয়েও খোটা দেওয়া হতো বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে অভিুক্তের পরিবারের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। আটক করা হয়েছে শিল্পার স্বামীকেও।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News