Sunday, August 3, 2025
HomeScrollবড়মার মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল
Anubrata Mondal

বড়মার মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল

কলকাতায় পৌঁছেই হঠাৎ নৈহাটিতে অনুব্রত

Follow Us :

কলকাতা: কলকাতায় (Kolkata) পৌঁছে নৈহাটির (Naihati) বড়মার মন্দিরে গেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার সন্ধ্যেয় অনুব্রত বড়মার মন্দিরে পৌঁছন, তখন মন্দিরে সন্ধ্যা আরতি চলছিল। মন্দির কমিটি সূত্রে খবর, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করার পর বড়মার মন্দিরে ভক্তি ভরে পুজো দেন বীরভূমের এই হেভিওয়েট তৃণমূল নেতা।

মন্দির কমিটি সূত্রে খবর, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করার পর বড়মার মন্দিরে পুজো দেন বীরভূমের এই হেভিঅয়েট নেতা। তাদের তরফে মায়ের প্রসাদও এদিন তুলে দেওয়া হয় অনুব্রতর হাতে।

আরও পড়ুন: অসহ্য গরমে ইতি…! স্বস্তির বৃষ্টি কবে ?

শনিবার কলকাতার দলীয় কার্যালয়ে মেগা বৈঠক রয়েছে তৃণমূলের ৷ ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকে ডাকা হয়েছে জেলার সাংগঠনিক পদাধিকারী অর্থাৎ জেলার চেয়ারম্যান, সভাপতিদের। বীরভূম এবং উত্তর কলকাতার সাংগঠনিক দায়িত্ব বর্তিয়েছে কোর কমিটির উপর। তাই কোর কমটির সমস্ত সদস্যদের ওই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে বৈঠকে যোগ দিতে এসেছেন দলের কোর কমিটির অন‍্যতম সদস্য অনুব্রত মণ্ডল। এরপর হঠাৎই তাঁকে দেখা যায় নৈহাটির বড়মার মন্দিরে।

দেখুন আরও খবর:

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39