Tuesday, January 27, 2026
HomeScrollমাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্যলাভ, ভাগ্য ফিরবে কোন রাশির জাতকদের?
Maghi Purnima

মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্যলাভ, ভাগ্য ফিরবে কোন রাশির জাতকদের?

তালিকায় নাম রয়েছে কোন কোন রাশির?

ওয়েব ডেস্ক: মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা (Maghi Purnima) নামে পরিচিত। হিন্দুশাস্ত্র অনুযায়ী, এই তিথিতে গঙ্গাস্নান (Ganga Snan) করলে বিশেষ পুণ্যলাভ হয় বলে বিশ্বাস। প্রতি বছর ভক্তদের মধ্যে এই দিনটি ঘিরে বিশেষ আগ্রহ দেখা যায়। চলতি বছরে ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার মাঘী পূর্ণিমা পালিত হবে. পঞ্জিকা অনুযায়ী, মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে ১ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৮ মিনিটে।

শাস্ত্র মতে, মাঘী পূর্ণিমার তিথি থাকাকালীন যে কোনও সময় গঙ্গাস্নান করা যেতে পারে। বিশেষ করে পূর্ণিমার চাঁদের আলোয় স্নান করলে অতিরিক্ত পুণ্যলাভ হয় বলে বিশ্বাস করা হয়। তবে চাঁদের আলোয় স্নান সম্ভব না হলে সকালের দিকে স্নান করলেও কোনও বাধা নেই।

আরও পড়ুন: ২৬ জানুয়ারি ৫ রাশির ভাগ্য থাকবে শিখরে, আর্থিক লাভ ও উন্নতির সুযোগ

এছাড়াও এই দিনে লক্ষ্মী ও বিষ্ণুর যুগল পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাঁদের সামনে হলুদ ফুল ও মিষ্টি নিবেদন করলে শুভ ফল মেলে বলে মনে করা হয়। পাশাপাশি দানধ্যানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে ঘি, গুড়, শীতের পোশাক, গম, চাল ও ফলমূল দান করা যেতে পারে। অন্যদিকে, মাঘী পূর্ণিমার দিনে ঝগড়া-বিবাদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কালো রঙের পোশাক পরা থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে শাস্ত্রে।

১. মেষ রাশি (Aries): আজ আপনার অমীমাংসিত কাজ শেষ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও দিনটি আপনার জন্য লাভজনক হতে পারে।
২. সিংহ রাশি (Leo): বিনিয়োগের জন্য আজকের দিনটি বেশ ভালো। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবারের সাথে ভালো সময় কাটবে। কোনো পুরনো বন্ধুর সহায়তায় বিশেষ কোনো কাজ উদ্ধার হতে পারে।
৩. তুলা রাশি (Libra): আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজ পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য বড় কোনো চুক্তির সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আজ ইতিবাচক কোনো পরিবর্তন দেখা দিতে পারে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন
Read More

Latest News