ওয়েব ডেস্ক : সামনেই আইপিএল (IPL)-এর মিনি নিলাম (IPL Auction)। তার আগে বড় বদল করল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI)। এই নিলামের জন্য ঘোষণা করা হয়েছিল ৩৫০ জন প্লেয়ারের নাম। তবে সেই সংখ্যা আরও বাড়ানো হল। তবে হঠাৎ করে কেন সেই সংখ্যা আরও বাড়ানো হল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, ৩৫০-এর জায়গায়, সেই সংখ্যা বাড়িয়ে ৩৫৯ করা হয়েছে। মূলত, এবারের নিলামের জন্য ১৩৫৫ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। সেই তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে (Franchises) দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁদের মধ্যে থেকে বেছে নিয়েছিল ৩৫০ জনকে। তবে মঙ্গলবার সেই তালিকা পরিবর্তন করে বিসিসিআই। যোগ করা হয় আরও ৯ জন প্লেয়ারকে।
আরও খবর : দলে সুযোগ না পেয়ে, কোচের সঙ্গে এ কী করলেন ক্রিকেটাররা! দেখুন…
বেস প্রাই অনযায়ী ওই ৯ ক্রিকেটারের নাম দেওয়া হল…
মণিশঙ্কর মুরাসিং (৩০ লক্ষ টাকা), স্বস্তিক চিকারা (৩০ লক্ষ টাকা), বীরদীপ সিং (৩০ লক্ষ টাকা), ইথান বস (৭৫ লক্ষ টাকা), ক্রিস গ্রিন (৭৫ লক্ষ টাকা), কেএল শ্রীজিত (৩০ লক্ষ টাকা), বিরাট সিং (৩০ লক্ষ টাকা), রাহুল রাজ নমলা (৩০ লক্ষ টাকা), চামা মিলিন্দ (৩০ লক্ষ টাকা)। মূলত, আগামী ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার আবুধাবিতে বসছে এই মিনি নিলামের আসর। তার আগেই তালিকায় আরও ৯ জন প্লেয়ারকে যুক্ত করা হল।
এবার দেখে নেওয়া যাক মিনি নিলামে কোন দলের কাচে কত টাকা রয়েছে?
কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে ৬৪.৩ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ৪৩.৪ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ২৫.৫ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসের কাছে রয়েছে ২২.৯৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২১.৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে ১৬.৪ কোটি টাকা। গুজরাট টাইটান্সের কাছে রয়েছে ১২.৯০ কোটি টাকা। পাঞ্জাব কিংসের কাছে রয়েছে ১১.৫০ কোটি টাকা। সবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে মাত্র ২.৭৫ কোটি টাকা।
দেখুন অন্য খবর :







