Thursday, October 9, 2025
HomeScrollবিহার বিধানসভা ভোট: ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ প্রশান্ত কিশোরের
Prashant Kishor

বিহার বিধানসভা ভোট: ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ প্রশান্ত কিশোরের

নির্বাচনে লড়বেন প্রশান্ত কিশোর?

ওয়েবডেস্ক- বিহারের বিধানসভা ভোটে (Bihar Assemble Vote) প্রশান্ত কিশোরের (Prashant Kishor) জন সুরজ (Jan Suraaj) দল প্রথম প্রার্থী তালিকা (First Candidate List)  প্রকাশ করল। প্রথম তালিকায় ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনে প্রশান্ত কিশোর প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার জন সুরজ দল তাদের ৫১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে। কিন্তু নিজের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনও কথাই স্পষ্ট করেননি তিনি।

সাংবাদিক বৈঠকে দলে সভাপতি উদয় সিং (Party President Uday Singh) জানিয়েছেন, রাঘোপুর (Raghopur) আগামী ১১ অক্টোবর থেকে প্রশান্ত কিশোর নির্বাচনী প্রচার শুরু বলে আশা করা যাচ্ছে। রাঘোপুর রাজডেডি প্রধান তেজস্বী যাদবের বিধানসভা কেন্দ্র। উদয় সিং জানান, শীঘ্রই আমরা বাকি প্রার্থীদের নাম ঘোষণা করব। ওই তালিকায় যদি আপনারা কিশোরজির নাম পান, তাহলে উনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫১ জন প্রার্থীর মধ্যে ১১ জন অনগ্রসর শ্রেণীর, ১৭ জন অত্যন্ত অনগ্রসর শ্রেণীর, নয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং বাকিরা সাধারণ শ্রেণীর। তালিকার বিশিষ্ট নামগুলির মধ্যে রয়েছে কারগাহারের জনপ্রিয় ভোজপুরি গায়ক রিতেশ রঞ্জন পান্ডে এবং গোপালগঞ্জের ভোরে আসনের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের প্রীতি কিন্নর।

আরও পড়ুন- ভারতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের ৯টি বিশ্ববিদ্যালয়

অন্যান্য প্রার্থীরা হলেন ওয়াই ভি গিরি (মাঞ্জি), ডক্টর অমিত কুমার দাস (মুজাফফরপুর), ডাঃ শশী শেখর সিনহা (গোপালগঞ্জ), ড্রিগ নারায়ণ নিষাদ (বাল্মিকি নগর), সুনীল কুমার (লৌরিয়া), অবধেশ রাম (হরসিদ্ধিএসসি), ডাঃ লাল ব্বাউ প্রসাদ (ঢাকা), ঊষারন কুমার (ঢাকা), সৌরন কুমার (ঢাকা), সৌরন কুমার (ঢাকা)। মোঃ পারভেজ আলম (বেনিপট্টি), রাম পারভেশ কুমার যাদব (নির্মালি), রাঘিব বাবলু (সিকতি), আবু আফফান ফারুক (কোচাধামন), আফরোজ আলম (আমোর), মোঃ শাহনওয়াজ আলম (বাইসি), কুণাল নিষাদ (প্রাণপুর) এবং কিশোর কুমার (সহরসহ)।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News