ওয়েব ডেস্ক: বিপাশা যে কতটা বোল্ড তা নতন করে বলার অপেক্ষা রাখে না। সি-বিচে মনোকিনিতে ধরা দিলেন বিপাশা বসু (Bipasha Basu)। ৪৭-এর বঙ্গতনয়া পারদ চড়াচ্ছেন। বড়পর্দা থেকে কিছু বছর দূরে থাকলেও স্যোশাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ থাকেন বিপাসা।

মাঝে মধ্যেই তাঁর সুইম পোশাকের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেরকমই কিছু ছবি বিপাশা শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই বিপাশা তাঁর ৪৭তম জন্মদিন সি-বিচে পালন করেছেন। স্বামী করণ ও মেয়ে দেবীর সঙ্গে তিনি এখন ভ্যাকেশনে রয়েছেন। বিপাশাকে দেখা গেল নীল রঙের প্রিন্টেড মনোকিনিতে (Bipasha Basu Floral Monokini)। তিনি মনোকিনির সঙ্গে একই ধরনের শ্রাগও নিয়েছেন।

উঁচু করে চুল বাঁধা ও চোখে সানগ্লাস।বিপাশার বোল্ড লুক আগেও তাঁর ভক্তদের ঘুম উড়িয়েছে। ৪৭ বছর বয়সেও নায়িকা একই রকম রয়েছেন। করণ ও বিপাশার দাম্পত্য জীবনও খুব সুখের। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালোবাসার ঝলক মাঝে মধ্যেই ধরা পড়ে। সি-বিচে বিপাশা স্বামী করণের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলেছেন। তাঁদের রসায়ন চোখে পড়ার মতো।







