বীরভূম: কাঁকরতলার থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে ক্লোজ করার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা পুলিশ সুপার আমনদ্বীপ সিং। অস্থায়ীভাবে কাঁকরতলার থানার ওসির দায়িত্বে দুবরাজপুরের সার্কেল ইন্সপেকটর শুভাশিস হালদার।
উল্লেখ্য, বালিঘাটের টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাঁধে সংঘর্ষ। শুধুমাত্র তাই নয়, বোমাবাজির মত ঘটনাও সামনে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দশজনকে। আর এবার কাঁকরতলার থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে তাঁর পদ থেকে করা হল ক্লোজ। পাশাপাশি তাঁকে গ্রেফতারির আদেশও পেশ করা হয়েছে।
আরও পড়ুন: মাঘী পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে প্রয়াগরাজে উপচেয়ে পড়া ভিড়, চলছে বিশেষ নজরদারি
উল্লেখ্য, গতকাল বীরভূমের কাঁকরতলার জামালপুরে বেআইনি বালি খাদানের টাকা ভাগাভাগি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বালি ঘাটের বখরায় ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষি থাকে সকলে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুধু তাই নয় চলে বোমাবাজিও। সেই বমাবাজির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তারপরেই ময়দানে নামেন বীরভূমের জেলাশাসক এবং পুলিশ সুপার। আর এবার কাঁকরতলার থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে ক্লোজ করার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা পুলিশ।
দেখুন অন্য খবর