পানিহাটি: ভরদুপুরে রক্তারক্তি কাণ্ডে চাঞ্চল্য ছড়ালো পানিহাটিতে (Panihati)। একটি বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক ইন্দ্রজিৎ, সোদপুরের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে খড়দহ (Khardah) থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে কাঁকসার বেসরকারি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
পুলিশ সূত্রে জানা গেছে, ইন্দ্রজিতের সঙ্গে স্থানীয় দুই যুবকের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে তাঁকে ফোনে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার দুপুরে হঠাৎই সেই যুবকেরা কর্মস্থলে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে ইন্দ্রজিৎ-এর উপর চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে সোদপুর স্টেশন রোড এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খড়দহ থানার পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে, তবে অপর দুই অভিযুক্ত এখনও পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ চলছে ধৃত ব্যক্তিকে। এলাকাবাসীর দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
দেখুন আরও খবর:






