Monday, December 1, 2025
HomeScrollকেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে বোমা হামলার হুমকি!
Kerala Chief Minister Pinarayi Vijayan

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে বোমা হামলার হুমকি!

রাষ্ট্রপতির সফরের আগে এই ঘটনায় নিরাপত্তা বাড়ানো হল তিরুবনন্তপুরম

ওয়েবডেস্ক- কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Kerala Chief Minister Pinarayi Vijayanসরকারি বাসভবন ক্লিফ হাউসে (Cliff House) বোমা হামলার হুমকি! ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর একান্ত সচিবের কাছে একটি সতর্কীকরণ বার্তা পৌঁছায়। বোমা স্কোয়াড দলগুলি প্রাঙ্গণটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেছে। কিন্তু কোনও বিস্ফোরক ডিভাইস খুঁজে পায়নি। মুখ্যমন্ত্রী বর্তমানে বিদেশে রয়েছেন, রবিবার তিন দিনের সরকারি সফরে দুবাই পৌঁছেছেন, জানিয়েছে কেরল পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন যে, এর আগেও বেশ কয়েকবার একই ধরণের ইমেল পাওয়া গেছে। 

অপরদিকে সরকারি সচিবালয়ের কাছে স্পেন্সার জংশনে এবং রাজধানীর থাম্পানুরে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের দুটি শাখাও একই রকম হুমকি বার্তা পেয়েছে। আগামী কেরল আসছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Draupadi Murmu

পুলিশের মতে, ডার্ক ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইমেলগুলি পাঠানো হয়েছিল, যার ফলে প্রেরককে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ধরনের হুমকি পাওয়ার সাথে সাথেই সতর্কতামূলক তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন-  কেরলের মুখ্যমন্ত্রীকে ইডির নোটিস! কারণ কী?

৩ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবসের অপারেশনাল ডেমোনস্ট্রেশনে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি। তিরুবনন্তপুরম শহর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির কেরল সফরের আগে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News