Thursday, January 15, 2026
HomeScrollশুক্রাদিত্য যোগে কেরিয়ারে উন্নতি, নতুন চাকরির সুযোগ
Shukraditya Yoga

শুক্রাদিত্য যোগে কেরিয়ারে উন্নতি, নতুন চাকরির সুযোগ

একাধিক রাশির জীবনে শুভ ফল দেবে

ওয়েবডেস্ক-  ১৪ জানুয়ারি ছিল মকর সংক্রান্তি (Makar Sankranti) । এই দিন থেকেই শুক্র ও সুর্যের মধ্যে তৈরি হবে শুক্রাদিত্য যোগ (Shukraditya Yoga)।  এই যোগ তৈরি হবে মকর রাশিতে। যা একাধিক রাশির জীবনে শুভ ফল দেবে। প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক ফল মিলবে। কেরিয়ার (career Improvement) ও আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে।

মেষ রাশি–  শুক্রাদিত্য যোগের গঠন আপনার জন্য ইতিবাচক প্রভাব এনে দেবে। এই যোগটি আপনার কর্ম জীবনে শুভ প্রভাব ফেলবে। কেরিয়ারে আর্থিক উন্নতি থেকে পদোন্নতি। আসবে কর্মসংস্থানের সুযোগ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি আত্মবিশ্বাসী হবেন।

আরও পড়ুন-  বুধের গোচরে ফেব্রুয়ারিতে একাধিক রাশির ভাগ্যের চাকা ঘুরবে

কন্যা রাশিশুক্রাদিত্য যোগে কন্যা রাশির অভাবনীয় উন্নতি। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। মান, সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন আনন্দঘন হয়ে উঠবে, একাধিক পরিবর্তন আসবে আপনার জীবনে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা। যারা চাকরি খুঁজছেন তারা নামি, প্রতিষ্ঠিত সংস্থায় চাকরি পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।

ধনু রাশি  শুক্রাদিত্য যোগে, অভাবনীয় সাফল্য জীবনের একাধিক ক্ষেত্রে। সামাজিক স্তরে নিজের পরিচিত তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। বিনিয়োগ করলে লাভের মুখ দেখবে জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবেন। আর্থিক উন্নতি। ছোট-খাটো ভ্রমণের সম্ভাবনা।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News