দেবাশীষ মন্ডল, উত্তর ২৪ পরগনা (হাবরা): ঘুরতে যাওয়ার নাম করে সিনেমা হলে (Cinema Hall) নিয়ে গিয়ে যৌন নির্যাতন নাবালিকা ছাত্রীকে (Minor Student)। সোমবার নাবালিকার পরিবারের তরফে হাবরা থানায় (Habra Thana) লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত যুবক শাহরুখ মন্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি অশোকনগর থানা এলাকার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায়।
নাবালিকার ছাত্রী পূর্ব পরিচিত যুবকের ঘুরতে যাওয়ার নাম করে সোমবার হাবরাতে একটি সিনেমা হলে নিয়ে আসে সিনেমা দেখাতে। সেখানেই সিনেমা হলের ভেতর ছাত্রীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ, ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারকে জানালে সোমবার রাতেই লিখিত অভিযোগ দায়ের হয় হাবরা থানায়।
আরও পড়ুন- দিল্লির আবহে এবার বীরভূমে উদ্ধার বি/স্ফো/র/ক
অভিযোগের ভিত্তিতে, সোমবার গভীর রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে মঙ্গলবার পক্সো আইনে মামলা রুজু। অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করে পুলিশ হেফাজত চেয়ে, বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
দেখুন আরও খবর-







