Tuesday, January 20, 2026
HomeScrollশীতের আগেই রঙিন অতিথিদের আগমন, পরিযায়ী পাখির ডাকে মুখরিত জলপাইগুড়ি
Jalpaiguri

শীতের আগেই রঙিন অতিথিদের আগমন, পরিযায়ী পাখির ডাকে মুখরিত জলপাইগুড়ি

হাজার হাজার মাইল উড়ে এসে তারা আশ্রয় নিচ্ছে জলপাইগুড়ির অনুকূল আবহাওয়ায়

জলপাইগুড়ি: শীত (Winter) পুরোপুরি নামার আগেই জলপাইগুড়ির (Jalpaiguri) প্রকৃতি যেন বদলে গেছে রঙিন সুরের জাদুতে। পরিযায়ী পাখিদের দলে দলে আগমনে শহর থেকে গ্রাম—সবখানেই এখন এক অন্যরকম আবহ। ভোর হতেই জলাশয়, চা–বাগান এবং বনাঞ্চলে দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখির; দূরদেশ থেকে হাজার হাজার মাইল উড়ে এসে তারা আশ্রয় নিচ্ছে জলপাইগুড়ির অনুকূল আবহাওয়ায় (District news)।

স্থানীয়দের বক্তব্য, গত কয়েক দিন ধরেই ভোরবেলার কিচিরমিচিরে বদলে গেছে চারদিক। সকালের হাঁটাহাঁটি কিংবা কাজে বেরোনোর পথে অনেকেই থেমে যাচ্ছেন সেই মনোমুগ্ধকর সুর শুনতে। প্রকৃতিপ্রেমীরা ইতিমধ্যেই ক্যামেরা হাতে ছুটে বেড়াচ্ছেন জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে এই অপূর্ব দৃশ্য বন্দি করতে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে পূর্ব বর্ধমানে শুভেন্দুর সভা, ট্র্যাফিকে শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা

বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিবছরই শীতের আগে বিভিন্ন পরিযায়ী পাখি আসে এই জেলায়। জলাশয়ে পর্যাপ্ত খাদ্য, নিরাপদ পরিবেশ এবং শীতের উপযোগী তাপমাত্রা, সব মিলিয়েই জলপাইগুড়িকে তারা বেছে নেয় বিশ্রাম ও প্রজননের জন্য। সব মিলিয়ে শীতের আগমনী হাওয়া বইতেই পরিযায়ী পাখিদের কলতানে আরও সজীব হয়ে উঠেছে জলপাইগুড়ি। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এখন এই জেলা যেন এক নতুন আকর্ষণ কেন্দ্র।

দেখুন আরও খবর: 

Read More

Latest News