Friday, August 29, 2025
HomeScrollপ্যারিসে দীপিকার সৌন্দর্যে মুগ্ধ রণবীর

প্যারিসে দীপিকার সৌন্দর্যে মুগ্ধ রণবীর

কলকাতা: মেট গালা থেকে কানের রেড কার্পেট, দীপিকার লুক বরাবরই চমক দিয়েছে দর্শকদের। অভিনেত্রীর ফ্যাশন-স্টাইল যেকোনও বলি অভিনেত্রীর থেকে তাকে এগিয়ে রাখে । এবার প্যারিসে ফ্যাশন উইকে নিজের সাজ ও লুক দিয়ে ফ্যানদের অবাক করে দিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্যারিসে আয়োজিত লুই ভুইতোঁ ফল/উন্টার ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব করলেন বলি ডিভা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে প্যারিস থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন:উপচে পড়ল হটনেস, বেগম লুকে বোল্ড স্বস্তিকা

ছমাস আগেই দীপিকা-রণবীরের (Ranveer Singh) সংসারে এসেছে নতুন সদস্য। পেশাগত জীবনে এখন মাতৃত্বকালীন বিরতি নিয়েছেন দীপিকা। ‘কল্কি ২’ ছবির ফের কবে তাঁকে বড় পর্দায় ফিরতে দেখা যাবে সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এর মধ্যে প্যারিস ফ্যাশন ইউকে সকলকে চমকে দিলেন। ছবি শেয়ার করে নেন দীপিকা। ছবিতে তিনি আইফেল টাওয়ারের সামনে পোজ দিয়েছেন। সেই ছবি দেখে রণবীরও নিজেকে আটকে রাখতে পারেননি। পোস্টে তার স্বামী রণবীর সিং এই ছবি দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, “ভগবান আমার উপর দয়া করুন,”। ছবিতে দীপিকাকে অপরূপ সুন্দরী দেখাচ্ছে। একটি ওভার সাইজড ব্লেজার ড্রেস পরেছেন দীপিকা। ড্রেসের কাঁধের কাছটা ড্রামাটিক পাফড স্লিভের মতো। আবার ডবল হোয়াইট কলার এই ড্রেসে এক অন্য মাত্রা যোগ করেছে। যার সঙ্গে মানানসই টুপি, বডিকন প্যান্ট এবং হাই হিল রয়েছে।বোল্ড ডার্ক রেড লিপস্টিকই যেন গোটা লুক বদলে দিয়েছে। নিচু করে স্লিক পনিটেইল করেছেন দীপিকা। তার চেহারাকে আরও বোল্ড করে তুলেছে। এই লুক তাঁর সত্যিই মনোমুগ্ধকর।

অন্য খবর দেখুন

Read More

Latest News