Wednesday, August 27, 2025
HomeScroll‘ যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা, মারাত্মক অভিযোগ কেজরি ও অতিশীর

‘ যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা, মারাত্মক অভিযোগ কেজরি ও অতিশীর

নয়াদিল্লি: যত দিল্লির (Delhi) বিধানসভা ভোট (Assembly Vote) এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে রাজনৈতিক তরজা। একের পর এক অভিযোগের সুর তুলে মুখোমুখি দুই যুযুধান প্রতিপক্ষ আপ (AAP) ও গেরুয়া শিবির (Bjp)।

এবার সরাসরি আপ সুপ্রিমো কেজরিওয়াল (AAP Supremo Kejriwal) ও মুখ্যমন্ত্রী অতিশীর (Chief Minister Atishi) অভিযোগ, যমুনার (Yamuna) জলে বিষ (Poision) মেশাচ্ছে হরিয়ানা (Haryana) । আর সেই কারণেই দিল্লিতে পানীয় জলের সরবরাহ ব্যাহত হচ্ছে।

সোমবারই হরিয়ানার বিজেপি সরকারে বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ আনেন আপ সুপ্রিমো কেজরি। আর মঙ্গলবার কেজরির পাশে দাঁড়িয়ে তাঁর সেই দাবিকেই সমর্থন জানালেন অতিশী। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে আপ।

আরও পড়ুন: বুলেট ট্রেন, AI প্রযুক্তি সহ রেল বাজেটে আর কী ঘোষণা হতে পারে?

অতিশী বলেন, এই মুহূর্তে হরিয়ানা থেকে দিল্লিতে আসা যমুনা জলে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ গুণ বেশি। এটি মানবশরীরের জন্য ভয়ানক ক্ষতিকারক। এই জল আর পরিশোধনযোগ্যও নেই। এই জল পান করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। দিল্লির মানুষকে এই জল পান করতে দেওয়া যাবে না।

আপের দাবি, যমুনার জলে অ্যামোনিয়ার পরিমাণ পরিশোধনযোগ্য মাত্রার ৭০০ শতাংশ উপরে রয়েছে। এই জল পানীয় হিসেবে পানের যোগ্য নয়। আর সেই কারণেই দিল্লিতে জলের যোগান ১৫ থেকে ২০ শতাংশ কমে গিয়েছে।

কেজরি বলেন, দিল্লিতে পানীয় জল আসে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে। হরিয়ানার বিজেপি সরকার সেই যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছিল। কিন্তু দিল্লি জল বোর্ডের কর্তারা বিষয়টি আগেভাগেই ধরে ফেলেছেন! ওই জল তাঁরা দিল্লিতে আসতে দেননি। ওই বিষাক্ত জল দিল্লিতে এসে পানীয় জলে জানিনা কি হত। কেজরির বিস্ফোরক বক্তব্য, ভোটের আগে আপকে গণহত্যার দায়ে ফেলতে চায় তারা। এই সমস্ত কিছু বিজেপির চক্রান্ত।

কেজরির দাবিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে হরিয়ানার মুখ্যমন্ত্রীর  নয়াব সিং সাইনি বলেন, পুরো মিথ্যা কথা রটানো হচ্ছে। আইনি ব্যবস্থা নেব। নির্লজ্জ ভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেজরিকে অবিলম্বে হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’’

দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতে কেজরিকে সোনিপতে জলের নমুনা পরীক্ষা করে দেখার খোলা চ্যালেঞ্জ জানান সাইনি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News