Tuesday, August 26, 2025
HomeScrollপুকুরের জল নড়ল, কাঁপল পাখা, আশঙ্কায় শাঁখ বাজালেন মহিলারা

পুকুরের জল নড়ল, কাঁপল পাখা, আশঙ্কায় শাঁখ বাজালেন মহিলারা

ওয়েবডেস্ক: শুক্রবার দুপুর। ঘড়ির কাঁটা সবে ১২টা পেরিয়েছে। সোমবার ঈদের আগে শেষ শুক্রবার। নমাজে অংশ নিয়েছেন বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তারই মধ্যে আকস্মিক বাড়ির পাখাটা কেমন যেন দুলতে শুরু করল। পুকুরের জল পাড়ে কিছুটা ধাক্কা খেতে শুরু করেছে। ততক্ষণে ভূমিকম্প (Earthquake), ভূমিকম্প চিৎকার শুরু হয়ে গিয়েছে। আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েছেন সবাই। বিপদ বিলক্ষণ বুঝতে পেরে শাঁখ বাজাতে শুরু করেছেন গৃহিণীরা। ঘণ্টাও বাজছে জোরে জোরে। উত্তর (North 24 Pargana) ও দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বেশ কিছু জায়গায় এদিন এই ছবি ধরা পড়েছে। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, ক্যানিংয়ে এই ঘটনা ঘটেছে। মেদিনীপুর, নন্দীগ্রাম, মহিষাদল, বারুইপুরও কেঁপে ওঠে। প্রায় এক মাসের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হল কলকাতায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার দুপুরে এই ভূমিকম্পের উৎস্যস্থল ছিল মায়ানমারে।

এদিন জোড়া ভূমিকম্পের ধাক্কায় কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.২। যার তীব্রতায় থাইল্যান্ড, চীন, ভারত, বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমার ও থাইল্যান্ডে। সেতু ভেঙেছে, বাড়ি ভেঙেছে। দিল্লি, মণিপুর সহ এদেশের বিস্তীর্ণ অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি কলকাতায় ভূমিকম্প হয়েছিল। যার কেন্দ্রে ছিল বঙ্গোপসাগর। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.১।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর

দেখুন অন্য খবর: 

Read More

Latest News