কলকাতা: বর্ষা ঢোকার ফাইনাল দিনক্ষণের ইঙ্গিত দিল হাওয়া অফিস (Rain Forecast of West Bengal)। গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী চাতক নয়নে অপেক্ষা করছে বৃষ্টি দেখার জন্য। চলতি সপ্তাহের উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? ভ্যাপসা গরম না আছে বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট (Weather Forecast of West Bengal)।
হাওয়া অফিস জানিয়েছে, ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়।
আরও পড়ুন: শুরু হবে প্রবল ঝড়বৃষ্টি, কী অবস্থা হবে দক্ষিণবঙ্গের?
কেমন থাকবে কলকাতার আবহাওয়া? (Kolkata Weather Update)
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর ৩ দিন ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে।
বর্ষার প্রবেশ কবে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৬ বা ১৭ জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। কিন্তু এখনই কাঙ্খিত বৃষ্টি পাওয়ার সম্ভাবনা কম। পুরোদমে বর্ষা ঢুকতে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।
দেখুন আরও খবর: