বসিরহাট- বাংলাদেশে (Bangladesh) যাওয়ার আগেই শিশুমহিলা সহ পাঁচজনকে আটক করল বিএসএফ (BSF)। উত্তর ২৪ পরগনা বসিরহাট (Basirhat) মহকুমার স্বরূপনগর থানার সীমান্ত এলাকার ঘটনা দালালের হাত ধরে এদেশ থেকে বাংলাদেশের যাচ্ছিল তারা। তার আগেই ১৪৩ বিএসএফের তারালি বিওপির বিএসএফের জওয়ানরা একশিশু দুই মহিলা সহপাঁচজনকে আটক করে। সাথে দালাল কেও আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ| উদ্ধার করে দালালের ব্যবহৃত মোটর বাইকটিও |
স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে আজ দুপুর ১টা নাগাদ বসিরহাট মহকুমা আদালতে পাঠায়| পুলিশ সূত্রে জানা যায় ফিরোজা খাতুন তার বাড়ি যশোর জেলায়, তালিম আহমেদ ও সাবিনা খাতুন সাথে এক বছরের শিশু কন্যা তাদের বাড়ি খুলনা জেলায় | অন্যদিকে যার হাত ধরে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তার নাম রাজীব দালাল, তার বাড়ি গোবিন্দপুর এলাকায়।
আরও পড়ুন- ২৬-র বিধানসভার আগেই বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার উড়ান পরিষেবা
উল্লেখ্য, এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যে এক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, বসিরহাটে অবৈধ উপায়ে বাংলাদেশে চলে যাওয়ার হিড়িক বাড়ছে। এই বিষয়ে দালালদের সাহায্য নিচ্ছে তারা। বিএসএফের চোখে ধুলো দিয়ে পালানোর সময় বেশির ভাগই তারা ধরা পড়ছে। এদের বেশির ভাগই বাংলাদেশে বাসিন্দা, তার পরেও ভারতে এসে বসবাস করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে।
দেখুন আরও খবর-







