Friday, January 16, 2026
HomeScrollমেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
Daily Horoscope

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?

কেমন যাবে আপনার দিন?

ওয়েব ডেস্ক:  শুক্রবার দিনটি কারও কাছে সাফল্যের বার্তা আনতে পারে, আবার কারও জন্য ধৈর্যের পরীক্ষা (Daily Horoscope)। কর্মজীবন, অর্থ, সম্পর্ক ও স্বাস্থ্যের দিক থেকে কেমন কাটবে আপনার দিন, দেখে নিন আজকের রাশিফল (Aajker Rashifal)।

মেষ: আত্মবিশ্বাস ও শক্তি বাড়বে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। আর্থিক উন্নতির ইঙ্গিত থাকলেও বড় খরচে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভাল, তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন।

বৃষ: ধৈর্যই আজ আপনার বড় শক্তি। কাজ ধীরে হলেও সঠিক পথে এগোবে। খরচ বাড়তে পারে। পরিবারে সময় কাটালে মানসিক শান্তি মিলবে।

আরও পড়ুন: শুক্রাদিত্য যোগে কেরিয়ারে উন্নতি, নতুন চাকরির সুযোগ

মিথুন: যোগাযোগ দক্ষতা আজ কাজে লাগবে। নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। আর্থিক লাভের যোগ রয়েছে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে।

কর্কট: মানসিক সংবেদনশীলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য প্রয়োজন। পারিবারিক সমস্যা আলোচনায় মিটবে। বিশ্রাম জরুরি।

সিংহ: খুবই শুভ দিন। ক্যারিয়ারে সুখবর, সম্মান ও আর্থিক উন্নতির সম্ভাবনা। প্রেমের জীবনেও নতুন উদ্দীপনা। স্বাস্থ্য ভালো।

কন্যা: দায়িত্ব বাড়লেও আপনি সামলাতে পারবেন। কাজের সুফল মিলবে। অর্থনৈতিক দিক মজবুত হবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন।

তুলা: পরিকল্পনায় মনোযোগ রাখলে সাফল্য আসবে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত ভেবে নিন। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি

বৃশ্চিক: নতুন ভাবনা সফল হতে পারে। কাজ ও সম্পর্কে ইতিবাচক পরিবর্তন। মানসিক শান্তি থাকবে।

ধনু: কাজ ও সম্পর্কের ভারসাম্য জরুরি। নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো। নিজের জন্য সময় রাখুন।

মকর: পরিশ্রম বাড়বে, ফলও মিলবে। ক্যারিয়ারে অগ্রগতির সুযোগ। অর্থ ও সম্পর্কে সতর্কতা প্রয়োজন।

কুম্ভ: ভাগ্য সহায়। পড়াশোনা ও ক্যারিয়ারে সাফল্য। নতুন কাজ বা ভ্রমণের যোগ। মন ফুরফুরে থাকবে।

মীন: সৃজনশীল কাজে মন বসবে। নতুন সুযোগ আসতে পারে। সম্পর্ক মধুর হবে, আত্মবিশ্বাস বাড়বে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News