ওয়েব ডেস্ক: রাজ্যের মানুষদের জন্য এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর হল গ্যাসের দামে পতন (LPG Price Drop)। বিগত কয়েক মাসে লাগামহীন ভাবে বেড়ে চলা গ্যাসের দাম সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে উঠেছিল। তবে বর্তমানে এই মূল্য পতন কিছুটা হলেও জনগণের স্বস্তির কারণ হয়েছে। এই ঘটনার ফলে রান্নার খরচ কমে যাওয়ায় অনেকেই স্বস্তি অনুভব করছেন।
আরও পড়ুন: এক বস্তা প্লাস্টিক দিলেই মিলবে ভরপেট খাবার!
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস ও স্থানীয় বাজারে চাহিদার সঠিক ভারসাম্যের কারণে এই মূল্য পরিবর্তন সম্ভব হয়েছে। এই সিদ্ধান্তের ফলে, সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শিল্প ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। সরকারি সূত্রমতে, এই মূল্য হ্রাস সাময়িক হলেও, সাধারণ মানুষের কাছে এটি একটি ইতিবাচক বার্তা হয়ে থাকবে।
দেখুন আরও খবর:







