ওয়েব ডেস্ক: বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) এক লহমায় কেড়ে নিয়েছে বহু নিরিহ মানুষের প্রাণ। এয়ার ইন্ডিয়ার (Air India) ১৭১ নম্বর বিমানকে অভিশপ্ত বলে মনে করছেন অনেকেই। ঘটনায় উত্তাল গোটা দেশ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৯। এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের (Investigation) দাবি করছে একাধিক মহল। আর এরই মাঝে ফের একবার খবরের শিরোনামে উঠে এলো এয়ার ইন্ডিয়া (Air India)।
জানা গিয়েছে, সোনা পাচারের অভিযোগে (Smuggling) এয়ার ইন্ডিয়ার এক ক্রু-কে (Crew) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিরেক্টর অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI)। ধৃতের কাছ থেকে ১.৩৭ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১.৪১ কোটি টাকা। পাচারকাণ্ডের (Smuggling) মূল মাথাকেও (Main Culprit) গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: এবার ভেঙে পড়ল হেলিকপ্টার, কেদারনাথে হুলুস্থুল কাণ্ড
রাজস্ব দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই ক্রু নিউ ইয়র্কের কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে AI116 বিমানে করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে আসেন। মুম্বই বিমানবন্দরে নামার পর তল্লাশি হতেই তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের শুরুতে মুখ খুলতে নারাজ ছিল অভিযুক্ত। তবে পরবর্তীতে সে নিজের মুখেই পাচারের (Smuggling) কথা স্বীকার করে নেয়। লুকিয়ে রাখা হলুদ ধাতুর সন্ধান দেয় নিজেই।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানের ওই ক্রু (Crew) আগে থেকেই সোনা পাচারের (Gold Smuggling) সঙ্গে যুক্ত। তবে এখনও পর্যন্ত কতবার সোনা পাচার করেছে তা স্পষ্ট নয়। পাচার চক্রের মূল পান্ডা একজন ভারতীয় নাগরিক (Indian Citizen) বলেই জানা গিয়েছে। তাঁর দ্বারাই এয়ার ইন্ডিয়ার ক্রু-রা সোনা পাচার করতেন বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই পাচারচক্রে আরও মাথা খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এয়ার ইন্ডিয়ার তরফে পাচারের ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
দেখুন অন্য খবর