Wednesday, January 14, 2026
HomeScrollপ্রতিবাদে পথে মমতা, মিছিলে শামিল নেতা-কর্মী থেকে টলিপাড়া
TMC Protest Rally

প্রতিবাদে পথে মমতা, মিছিলে শামিল নেতা-কর্মী থেকে টলিপাড়া

প্রতিবাদে মেগা মিছিল চলছে মমতার

কলকাতা: কলকাতায় শুরু তৃণমূলের প্রতিবাদ মিছিল (TMC Protest Rally)। যাদবপুরের 8B (Jadavpur 8b Bus Stand) থেকে মেগা মিছিল শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল হবে। মিছিলে মমতার পাশে ফিরহাদ-অরূপ। মিছিলে রয়েছেন সায়নী ঘোষ, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র-সহ একঝাঁক নেতৃত্ব। মিছিলে শামিল টলিপাড়ার অনেকেই। রয়েছেন সৌমিতৃষা, ভিভান, রণিতা, সুভদ্রা। মিছিলে ভিড় তৃণমূলের নেতা-কর্মীদের। বিপুল জনতাকে সঙ্গে নিয়ে হাঁটছেন মমতা। রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাঁদের দিকে হাত নাড়ছেন তিনি।

কলকাতায় I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই রেড চলার সময়ই সেখানে উপস্থিত হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোজা চলে যান প্রতীকের বাড়ি। তারপর নেমে আসেন হাতে একাধিক জিনিস নিয়ে।তিনি বলেন, ‘আমাদের পার্টির সব তথ্য হার্ড ডিস্কে রয়েছে। এতে ক্যান্ডিডেট লিস্ট, পার্টির স্ট্যাটেজি ও পার্টির প্ল্যান রয়েছে। এটা কি ইডি ও অমিত শাহ কাজ? আর সেখান থেকেই বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি থেকে মিছিল শুরু হয়েছে। যাদবপুর থানা, রাসবিহারী হয়ে হাজরা যাবে তৃণমূলের এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে বললেন, ‘এসআইআর-এর নামে কোটি কোটি ভোট লুঠ করছে বিজেপি।’ প্রচুর মানুষের জমায়েত। টানা ৭ কিলোমিটার হাঁটবেন

আরও পড়ুন: ইডি ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের বিরুদ্ধে FIR করলেন খোদ মুখ্যমন্ত্রী

Read More

Latest News