বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) এক গ্রামে টানা ২১ বছর ধরে চলছে এক অনন্য দুর্গাপুজো (Durga Puja 2025)। এখানে মাটির প্রতিমায় দেবী দুর্গার আরাধনা করেন গ্রামের আদিবাসী মহিলারা। পুজোর সমস্ত আচার অনুষ্ঠান থেকে প্রতিমা গড়া, ভোগ নিবেদন থেকে শুরু করে আরতি ও বিসর্জন পর্যন্ত, সবকিছুই পরিচালনা করেন মহিলারা। সমাজে নারীর ক্ষমতায়ন ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই পুজো (District News)।
স্থানীয় সূত্রে জানা যায়, পুজোর সময় গ্রামে বিশেষ উৎসবের আবহ তৈরি হয়। দূরদূরান্ত থেকে মানুষ এসে এই অনন্য পুজো প্রত্যক্ষ করেন। সাধারণত দুর্গাপুজোয় পুরুষরা আচার অনুষ্ঠান পরিচালনায় এগিয়ে থাকলেও এখানে নিয়ম উল্টে গেছে। মহিলারাই মূল ভূমিকা পালন করেন। এই পুজোর অন্যতম লক্ষ্য হল সমাজে নারী-পুরুষ সমতার বার্তা দেওয়া এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা।
আরও পড়ুন: দুর্গার সাজে পুরুষ! বৈষম্য কমাতে ব্যতিক্রমী ভাবনা আসানসোলে
গ্রামের বাসিন্দারা জানান, এই পুজো কেবল ভক্তি ও ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, বরং সামাজিক মিলনেরও এক বড় মঞ্চ। দুর্গাপুজোর দিনগুলিতে গোটা গ্রাম একত্রিত হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। ২১ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই রীতি বজায় রাখা হয়েছে, যা আজ ব্যাঙ্কুরার গর্বে পরিণত হয়েছে।
দেখুন আরও খবর: