Thursday, November 27, 2025
HomeScrollলক্ষ্মী নারায়ণ রাজযোগে সুখের দিন আসতে চলেছে এই পাঁচ রাশির
Lakshmi Narayan Raj Yoga

লক্ষ্মী নারায়ণ রাজযোগে সুখের দিন আসতে চলেছে এই পাঁচ রাশির

নভেম্বরের শেষ থেকেই সৌভাগ্য সাথ দেবে

নভেম্বরের শেষ থেকেই সৌভাগ্য সাথ দেবে এই পাঁচ রাশির (Zodiac sign) । ১২ রাশির উপরেই লক্ষ্মী নারায়ণ রাজযোগের (Lakshmi Narayan Raja Yoga)  প্রভাব পড়বে। তবে এই চার রাশির জীবন সুখে ভরে উঠবে। কেরিয়ারে উন্নতি, আর্থিক লাভ, সম্পর্কে মাধুর্য্য সব নিয়ে জীবন ভরে উঠবে।

 

মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকার জীবনে লক্ষ্মী নারায়ণ রাজযোগ সুখের দিন নিয়ে আসছে। বিশেষ করে উন্নতির মুখ দেখবে শিক্ষার্থীরা। চাকুরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধি ও ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবে। চাকুরিজীবীরা কাজের প্রশংসা কুড়োবেন।

কর্কট রাশি-  আর্থিক দিক দিয়ে লাভবান হতে চলেছে এই রাশির জাতক-জাতিকারা। সুখ-সৌভাগ্য আপনার দুয়ারে এসে হাজির হবে। সপ্তাহের শুরুতেই কোনও সুখবর পেতে পারেন। জ্ঞান ও বুদ্ধি কাজে লাগিয়ে বড় সাফল্য পেতে পারেন কর্কট রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন।

তুলা রাশি- নভেম্বরের শেষ সপ্তাহ সুখ নিয়ে আসছে আপনাদের জীবনে। আত্মবিশ্বাস ভরে উঠবে আপনার জীবনে। নয়া উদ্যমে কাজ করতে পারবেন। সব কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের জীবনে সাফল্য আসবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের উন্নতি। বিনিয়োগ করলে ভালো ফল পাবেন।

আরও পড়ুন-  বছরের শেষ থেকেই বিয়ের ফুল ফুটবে এই রাশির জাতক-জাতিকাদের

ধনু রাশি- শুভ সময় আসছে। কোনও সুসংবাদ আপনার জীবন পালটে দেবে। নতুন বিনিয়োগের জন্য এই সময়টা ভালো। তবে শুভাকাঙ্খীর পরামর্শ নিয়ে তবে বিনিয়োগ করুন। কারও সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে সাফল্য পাবেন।

কুম্ভ রাশি- দুর্দান্ত সময় আসছে এই রাশির। সব দিক দিয়ে ভাগ্য আপনাকে সাথ দেবে। সপ্তাহের শুরুতে অতিরিক্ত উপার্জন বাড়বে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। সপ্তাহের শুরুতে ছোট খাটো ভ্রমণ হতে পারে। এই সফর আপনার জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News