ওয়েব ডেস্ক: মেঘভাঙা বৃষ্টি, ধস। বিপদসীমার উপর দিয়ে বইছিল তিস্তার (Teesta River) জল। প্রায় দেড়হাজার পর্যটক আটকে সিকিমে (Sikkim)। সিকিমের ছাতেনে ধসের কবলে পরে একটি সেনা ক্যাম্প (Army Camp) ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তিনজন জওয়ানের মৃত্যু হয়। নিখোঁজ প্রায় ছয়জন। তাঁদের খোঁজ চালানোর চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Response Force)।
আবহাওয়ার কিছুটা পরির্বতন হতেই সিকিমে শুরু হয়েছে উদ্ধারকাজ। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসের কবলে পরে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই লাচুং থেকে পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। তবে প্রশাসন সূত্রে খবর, লাচেন থেকে পর্যটকদের নামিয়ে আনার কাজ অসম্ভব। অনেকটা সময় লাগতে পারে বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: সিকিমেও অতিবৃষ্টি, ফুঁসছে তিস্তা, আটকে কয়েকশো পর্যটক
সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে তৎপর বির্পযয় মোকাবিলা বাহিনী। উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় রবিবার রাত পর্যন্ত টানা বৃষ্টি হলেও, সোমবার সকাল হতেই মিলেছে রোদের দেখা। সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৮টি গাড়িতে ১০০-রও বেশি ফিরিয়ে আনা হয়েছে।
টানা কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর সিকিম। জায়গায় জায়গায় ধস নেমে উত্তর সিকিমের বেশ কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে আটকে থাকা পর্যটকদের রবিবারও উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্যোগ আবহে নতুন করে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। বেশ কিছু জায়গার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। স্থানীয়দের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চলছে। তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।
দেখুন অন্য খবর: