ওয়েবডেস্ক- গোয়া (GOA) কাণ্ডে লুথরা ব্রাদার্সকে (Luthra Brothers) ভারতে (India) ফেরানো হল। গোয়ায় নাইট ক্লাবে (Goa Night Club) অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু, এর পরে সেই রাতেই থাইল্যান্ডে পালিয়ে যায় দুই ভাই গৌরব ও সৌরভ লুথরা (Gaurav and Saurabh Luthra) দুই ভাই, এই ক্লাবের কর্ণধার। অবশ্য তাদের আইনজীবীর দাবি ছিল, আগে থেকেই থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা ছিল।
পুলিশ জানিয়েছে, লুথরা ভাইদের গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেইসঙ্গে পুলিশ জানিয়েছে, এই নাইট ক্লাবের পুরো কার্যক্রমের দায়িত্বে ছিলেন গোয়ায় বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবের লুথরা ব্রাদার্স। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর গৌরব এবং সৌরভ লুথরাকে গ্রেফতার করা হয়, যার পরে একটি আদালত তাদের স্থানান্তরের সুবিধার্থে গোয়া পুলিশকে দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।
৬ ডিসেম্বরের অগ্নিকাণ্ডের ঘটনার পর, লুথরা ভাইদের আজ দিনের শেষে মাপুসার একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। তথ্য অনুযায়ী, গোয়ায় নাইটক্লাবে আগুন লাগার পরই ‘লুথরা ব্রাদার্স’-রা ইন্ডিগোর বিমানে থাইল্যান্ডের ফুকেট দ্বীপে উড়ে গিয়েছিল। গ্রেফতারি এড়াতে আদালতে আগাম জামিনের আবেদন জানায় তারা।
আরও পড়ুন- শুল্ক-সংঘাতের মাঝেই ভারতের হাতে মার্কিন হেলিকপ্টার!
দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের ব্লু কর্নার নোটিশ জারি করা হয়। বিদেশ মন্ত্রক জানায়, লুথরা ‘ব্রাদার্স’-দের পাসপোর্ট সাসপেন্ড করে দেওয়া হয়। পরে থাইল্যান্ডে দুই ভাইকে আটক করা হয়। সেখান থেকে তাদের দিল্লি নিয়ে আসা হয়। তার পর সেখান থেকে গোয়ায়। তবে, ভাইয়েরা যুক্তি দিয়েছিলেন যে তারা পলাতক ছিলেন না এবং ফুকেটে একটি রেস্তোরাঁ খোলার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন। লুথরা পরিবার আরও দাবি করেছে যে তারা সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর হুমকি পাচ্ছেন এবং এমনকি গোয়ায় ফিরে গেলে তাদের পিটিয়ে হত্যা করা হতে পারে।
দেখুন আরও খবর-







