Tuesday, November 18, 2025
HomeScrollলোকপালের অনুমোদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন মহুয়া মৈত্রর
Mahua Moitra

লোকপালের অনুমোদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন মহুয়া মৈত্রর

রায় পড়ার জন্য সময় চাইল আদালত, ২১ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি

ওয়েবডেস্ক- লোকপালের (Lokpal) অনুমোদনের বিরুদ্ধে মহুয়া মৈত্রের (Mahua Moitra) আবেদন  দিল্লি হাইকোর্টে (Delhi High Court)। আদালত জানিয়েছে যে লোকপালের রায় পড়ার জন্য তাদের সময় প্রয়োজন। ২১ নভেম্বর পর্যন্ত শুনানি মূলতুবি। তৃণমূল কংগ্রেসের  সংসদ সদস্য মহুয়া মৈত্রের দায়ের করা লোকপালের আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন আদালতের শুনানির আগেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ ২১ নভেম্বর পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে।

আদালতের পর্যবেক্ষণ:–

বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্কর আদালতে বলেন, এটি ইতিমধ্যেই মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

বিচারপতি অনিল ক্ষেত্রপাল বলেন, লোকপালের আদেশটি পড়ার জন্য সময় প্রয়োজন, যা একটি সিল করা খামে বেঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছিল।  লোকপাল  কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) কে নগদ অর্থের বিনিময়ে জিজ্ঞাসাবাদের মামলায় চার্জশিট করার অনুমতি দিয়েছে।লোকপালের এই আদেশকে চ্যালেঞ্জ করে মহুয়া মৈত্র আদালতে আবেদন করেছেন।

আরও পড়ুন-  হাসিনাকে ফেরত চাইল ঢাকা, জবাব দিল নয়াদিল্লি

উল্লেখ্য, ২০২৩ সালে  ‘ক্যাশ-ফর-কোয়েরি’ মামলায় মহুয়া মৈত্রের নাম সামনে আসে। সেই বছরই লোকপালের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তের বিশদ বিবরণ জমা দেয়। লোকপাল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, লোকপাল আইন ২০১৩-র ধারা ২০(৭) এবং ধারা ২৩(১) অনুসারে সিবিআইকে নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে। তবে চার্জশিট আদালতে জমা দিলেই আইনি প্রক্রিয়া শুরু হবে না। নির্দেশিকায় বলা হয়, চার্জশিট দাখিলের পরেই সিবিআইয়ের পরবর্তী আবেদন বিবেচনা করা হবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News