Friday, January 16, 2026
HomeScrollতপসিয়ার সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল
Topsia Fire breakout

তপসিয়ার সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল

ঘটনাস্থলে পৌঁছেছে দমকল

কলকাতা: তপসিয়ায় (Topsia) শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা (Fire Breakout) ঘটেছে। একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ করেই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু হয়েছে উদ্ধারকাজ (District news)।

কারখানার ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নির্বাপণের কাজ চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে শুরু নির্বাচন কমিশনের শুনানি

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। সোফা তৈরির জন্য ব্যবহৃত ফোম, কাপড় ও কাঠের আসবাব আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। এর জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। দমকল ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ঘটনাস্থলে পুলিশও পৌঁছে পরিস্থিতি সামাল দিচ্ছে। এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে দমকলের কাজ নির্বিঘ্নে করা যায়। আগুন পুরোপুরি নেভার পরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে দমকল সূত্রে জানানো হয়েছে, উদ্ধার ও নির্বাপণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাটাতে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Read More

Latest News