ওয়েব ডেস্ক: মৌনী অমাবস্যায় ৫০ বছর পর বিরল ত্রিবেণী যোগ! পুণ্যতিথি উপলক্ষে এদিন কাকভোর থেকে ক্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে, সাধুসন্ত, সেলেবরা। সেখানেই শামিল হন জনপ্রিয় মডেল-অভিনেতা মিলিন্দ সোমানও। অভিনেতা মিলিন্দ সোমন (Milind Soman) স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে সারলেন পুণ্যস্নান। মহাকুম্ভে স্নান করে নিজেকে ধন্য মনে করছেন অভিনেতা মডেল।
কুম্ভমেলায় স্নান করার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম প্রয়াগরাজে। এর মধ্যে মৌনী অমাবস্যায় তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে ঘটে গেল পদপৃষ্টের মতো দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছন্দে ফিরেছে মহাকুম্ভ (Maha Kumbh)। পুণ্যতিথি উপলক্ষে এদিন কাকভোর থেকে ক্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন আমজনতা থেকে, সাধুসন্ত, সেলেবরা। স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন মিলিন্দ সোমান। পরনে হলুদ ধুতি। অনাবৃত উর্ধ্বাঙ্গে গলায় রুদ্রাক্ষের মালা। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে আবার হলুদ তিলক মিলিন্দের। স্ত্রীর সঙ্গে আস্থার ডুব দিয়ে মিলিন্দের। সেই ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ছবি দেখে তরুণীদের হার্টবিট কয়েকগুণ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: এবার কন্ডোম পার্টনার রণবীর-জাহ্নবী!
View this post on Instagram
মহাকুম্ভে স্নান সেরে প্রার্থনা করেন মহাকুম্ভের দুর্ভাগ্যজনক ঘটনায় নিহতদের পরিবারের জন্য। প্রয়াগরাজ থেকে একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, মহাকুম্ভে আস্থার ডুব। এই ধরনের আধ্যাত্মিক স্থান এবং অভিজ্ঞতা আমাকে মনে করিয়ে দেয় যে আমি অস্তিত্বের বিশালতায় কতটা ছোট এবং নগণ্য এবং আমরা এখানে থাকা প্রতিটি মুহূর্ত কতটা বিশেষ।” পবিত্র ডুবের সময় রাত। যদিও আমার হৃদয় পূর্ণ, আমি গত রাতের ঘটনা দ্বারা দুঃখিত, এবং আমার প্রার্থনা সেই পরিবারের জন্য যারা প্রিয়জনদের হারিয়েছে। হর হর গাঙ্গে! হর হর মহাদেব!!”
অন্য খবর দেখুন