skip to content
Sunday, February 9, 2025
HomeScrollব্রালেটে বোল্ড লুকে উষ্ণতা ছড়ালেন মিমি
Mimi Chakraborty

ব্রালেটে বোল্ড লুকে উষ্ণতা ছড়ালেন মিমি

চোখে সানগ্লাস ব্রালেটে পোজ অভিনেত্রীর

Follow Us :

কলকাতা: মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) টলিপাড়ায় ডাকাবুকো বলে পরিচিতি। বর্তমানে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা তুঙ্গে রয়েছেন। এবার কি ছুটি কাটাতে গিয়ে প্রেমে পড়ার ইঙ্গিত দিলেন মিমি! সেই জল্পনা কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন বান্ধবী পার্নো মিত্র। অনুরাগীদের জন্য প্রায়ই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি, ভিডিও। ফ্যানেদের অনেকেই জানেন তিনি ঘুরতে খুবই ভালোবাসেন। সম্প্রতি সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ ছবিও শেয়ার করছেন। এবার মিমির সোশ্যাল পেজ ভরছে সমুদ্র- সৈকতের ছবিতে।

ব্যস্ততা থেকে খানিক বিরতি নিয়ে ঘুরছেন মিমি। জোর চর্চা, নতুন প্রেমিকের সঙ্গেই নাকি বিশেষ সময় কাটাতে সমুদ্রে গিয়েছেন টলি নায়িকা। তবে সঙ্গে আর কে রয়েছেন সেটা অজানা। কিন্তু, কে তুলে দিল এমন সব সুন্দর ছবি?সেই নিয়েই বন্ধুকে মিষ্টি খোঁচা দিয়েছেন পার্নো। এই সবের মধ্যে বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী। ক্রসেটের বিচওয়্যারে ফ্যাশনস্তা অভিনেত্রী। ছবিতে ব্রালেট পরে চোখে সানগ্লাস পরে পোজ দিয়েছেন। প্রতিটা ছবি দেখেই বোঝা যাচ্ছে, চুটিয়ে উপভোগ করছেন তিনি।

আরও পড়ুন:বোহেমিয়ান সাহসী দেশি লুকের নেশা ধরালো অনন্যা

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

 অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular