ওয়েব ডেস্ক: বলিউডে বিগত পাঁচ বছর ধরে কাজ করে চলেছেন চাংকি পাণ্ডের কন্যা অনন্যা (Ananya Pandey)। নিজের শরীর নিয়ে তিনি যে খুব একটা সন্তুষ্ট তা নয়। তাকে বহুবার ট্রোল্ড হতে হয়েছে। নেটিজেন্দ্রা তাকে ‘ফ্ল্যাট বডি’ বলে অভিহিত করেছে। শরীরে পরিবর্তন আনতে নিম্নাঙ্গে অস্ত্র প্রচার করেছেন তিনি! এমনটাই গুজব শোনা যাচ্ছে। সম্প্রতি এক বডিকন পোশাক পরে নিজের ছবি দিয়েছেন অনন্যা। নেটিজেন দের ধারণা নিতম্বের তিনি অস্ত্রোপচার করিয়েছেন। যা নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু মুখে কুলু পেতেছেন অভিনেত্রী নিজে।
অন্য একটা নতুন ফটোশুটে একটি বোহেমিয়ান সাহসী দেশি লুকে যাকে দেখা গিয়েছে। তার এই নতুন লুক নজর কেড়েছে তার ভক্তদের। তিনি ওয়েস্টার্ন স্টাইল অথবা দেশিলুকে সর্বদাই সাবলীল। তার বহেমিয়ান স্টাইল আর লুক কাঁপিয়েছে নেটপাড়া। অনন্যাকে একটি গাঢ় রঙের টাইপ প্যাটার্নের টিউব ব্লাউজ টপে দেখা গিয়েছে এই ফটোশুটে। কাঁধের উপর দিয়ে যেমন শাড়ির আঁচল নেওয়া হয়, সেই ভাবেই টপটি ডিজাইন করা। এর পাশাপাশি, তিনি এটি একটি সোনালি রঙের লম্বা স্কার্ট পরেছিলেন। যা পোশাকটির জৌলুস আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। তবে শুধু কী তাই! এই টপ ও স্কার্ট পরে নিজেকেও যেন আমূল ভাবে বদলে নিয়েছেন অনন্যা। তাঁর মুখে ফুটে উঠে ছিল অন্য ভাব। এই রূপে, এই মেজাজে এর আগে কখনও তাঁকে দেখেননি দর্শকরা।
আরও পড়ুন: বোহেমিয়ান সাহসী দেশি লুকের নেশা ধরালো অনন্যা
তবে কেবল পোশাক বা এক্সপ্রেশন নয়। সাজেও ছিল বড় চমক। অভিনেত্রী গয়না হিসেবে বেছে নিয়েছিলেন সেপ্টাম। তাঁর সঙ্গে নায়িকা পরেছিলেন একটি মিষ্টি কালো টিপ।একরাশ মত্ত ঢেউ খেলানো চুল কিছুটা অগোছালো ভাবে বেঁধেছিলেন অভিনেত্রী, আলগা চুলে বেঁধে নিয়েছিলেন ফুলের মালা। সব মিলিয়ে তাঁর চেহারায় একটা তীক্ষ্ণ, দেশি ভাব ফুটে উঠেছিল। এই সাজে সত্যি অনন্য দেখাচ্ছিল অনন্যাকে।
View this post on Instagram
অন্য খবর দেখুন