Tuesday, September 9, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমিমি বলছেন 'আভি না যাও ছোর কার'

মিমি বলছেন ‘আভি না যাও ছোর কার’

কলকাতা: সমুদ্র সৈকতে একা একা সময় উপভোগ করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন মিমি। সমুদ্র সৈকতেও ফ্যাশনিস্তা অবতারে ধরা দিলেন স্বল্পবসনা অভিনেত্রী। কখনও তুষার ঘেরা পাহাড়ে তো কখনও সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে মিমি। কাজের অবসরে ঘুরতে বেশ ভালোবাসেন মিমি চক্রবর্তী। সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন মাঝেমধ্যে।

কিছুদিন আগেই থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন মিমি (Mimi Chakraborty Vacation Thailand)। চলতি পুজোয় হল কাঁপাতে আসছে রক্তবীজ ২। ছবির শুটিংয়ের ব্যস্ততা তুঙ্গে। তবে তার মাঝেই থাইল্যান্ডে শুটিংয়ের ফাঁকে সময় বের করা বেশ কঠিন হয়েছিল। সেখানে থেকে বেশ কিছু ছবি নিজের স্যোশাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একা একা সমুদ্রের পাড়ে ঘুরছেন নায়িকা। সাদা মিনি পোশাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মিমিকে। কখনও সমুদ্রের জলে পা ভেজাছেন নায়িকা, তো কখনও নিজস্বীতে মেতেছেন। নায়িকা দেখে নেটিজেনরা বলছেন ‘আভি না যাও ছোর কার…’।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

আরও পড়ুন: দেবের সোয়্যাগে বিভোর তরুণীরা, দেখুন সুপারস্টারের সুপার লুক

অন্য খবর দেখুন

 

Read More

Latest News