Friday, November 7, 2025
HomeScrollএসআইআর-র মধ্যেই প্রশাসনিক কাজে গতি আনতে চায় নবান্ন, আর কী সিদ্ধান্ত?
Nabanna

এসআইআর-র মধ্যেই প্রশাসনিক কাজে গতি আনতে চায় নবান্ন, আর কী সিদ্ধান্ত?

জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্যসচিবের

কলকাতা: এসআইআর-র মধ্যেই প্রশাসনিক কাজেও গতি আনতে চায় নবান্ন। সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে বৈঠক। আগামীকাল সকাল ১১ টা থেকে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের। জল-জীবন-মিশন, বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্প নিয়ে বৈঠকে বসছে নবান্ন।

ডিসেম্বর থেকেই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আরো ১৬ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে টাকা। পথশ্রী প্রকল্পে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে নবান্ন। জেলায় জেলায় প্রকল্পগুলির অগ্রগতি কতদূর তা নিয়ে রিপোর্ট নেবেন মুখ্য সচিব। বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা কতদূর হল তা নিয়েও রিপোর্ট নেবেন কালকের বৈঠকে মুখ্য সচিব। কাল সকাল ১১ টা থেকে দফায় দফায় বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ , এমনটাই খবর নবান্ন সূত্রে।

আরও পড়ুন: খাস কলকাতায় চায়ের দোকানে বসে ফর্ম বিলি, বিরাট অভিযোগ, দেখুন ভিডিও

একদিকে শুরু হয়েছে এসআইআর পর্ব। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে হাজির হচ্ছেন বিএলও-রা। অন্যদিকে, একের পর এক অভিযোগও সামনে এলেছে। তবে এসবের মাঝেই প্রশাসনিক কাজেও গতি আনতে চাইছে নবান্ন।

দেখুন খবর:

Read More

Latest News